Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

সাতসকালে বাংলাদেশে জোড়া সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন ৮ জন, আহত বেশ কয়েকজন

টাঙ্গাইল ও বগুড়ায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে।

Two sperate road accidents in Bangladesh leave 8 dead | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 16, 2022 2:05 pm
  • Updated:July 16, 2022 2:33 pm

সুকুমার সরকার, ঢাকা: বালিবোঝাই ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কা। বাংলাদেশে  (Bangladesh) ভয়াবহ জোড়া দুর্ঘটনায় প্রাণ হারালেন মোট ৮ জন। শনিবার সকালে একটি দুর্ঘটনা টাঙ্গাইলের, আরেকটি ঘটেছে বগুড়ায়। দুই ঘটনায় আহত বেশ কয়েকজন। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ। তাঁরাই আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়।

শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ টাঙ্গাইল (Tangail) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বালিবোঝাই একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে ধনবাড়ি থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহণের একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার (Accident) জেরে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা ৪। এই দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভরতি করেছে।

Advertisement

[আরও পড়ুন: চিকিৎসার ‘গাফিলতি’তে সাপে কামড়ানো শিশুর মৃত্যু, বালুরঘাট হাসপাতালে ধুন্ধুমার]

অপরদিকে, বগুড়ার কাহালুতে একটি গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা এক আত্মীয়ের চিকিৎসার জন্য বগুড়ায় আসছিলেন। কাহালু থানার ওসি আমবার হোসেন ও ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এসআই লালন হোসেন এমনই জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙন ধরাচ্ছে বিজেপি! উঠছে অনৈতিকতার অভিযোগ]

সাতসকালে বাংলাদেশের জোড়া দুর্ঘটনায় এতজনের প্রাণহানির ঘটনায় উত্তেজনা তৈরি হয়। ফের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। পুলিশের অনুমান, টাঙ্গাইলের দুর্ঘটনাটি ঘটেছে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়। আর বগুড়ায় দুর্ঘটনার কবলে পড়া গাড়ির অতিরিক্ত গতি ছিল। জোড়া দুর্ঘটনায় আহতদের শারীরিক পরিস্থিতি এখনও পর্যন্ত স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ