ফাইল ছবি।
সুকুমার সরকার, ঢাকা: ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসেছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। বৃহস্পতিবার ঢাকার (Dhaka) বঙ্গভবনে তিনি শপথগ্রহণ করেছেন। মোট ৫ বার সরকার গঠন করেছে আওয়ামি লিগ। তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবন্ধু পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে খুব ভালোভাবে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামি লিগ ফের সরকার গঠন করায় ও শপথ নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন।
এও জানা গিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনালাপে দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। মানুষের জীবনযাত্রার উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা বাস্তবায়নে একে অপরের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেছেন হাসিনা-মমতা। গত ৮ তারিখ হাসিনার জয়ের খবর শুনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ”হাসিনাদিকে শুভেচ্ছা। তাঁর পরিবারের সকলে ভালো থাকুন।” বাংলাদেশের দ্বাদশ সাধারণ নির্বাচন ভালো হয়েছে বলেও জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিনই শুক্রবার সকালে মন্ত্রীদের সঙ্গে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নিজের জন্মভূমি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা রয়েছে। পদ্মাসেতু নির্মাণ হওয়ার পর থেকে শেখ হাসিনা ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরের জেলা গোপালগঞ্জে সড়ক পথেই যাতায়াত করেন। সকালে রওনা হয়ে পদ্মাপাড়ের সৌন্দর্য উপভোগের পাশাপাশি জলখাবার সেরে নেন।বঙ্গবন্ধুকন্যা এবার মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রক, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক নিজের কাছে রেখেছেন। প্রধানমন্ত্রী-সহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনের। এর মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.