Advertisement
Advertisement
Bangladesh

ভোট নিয়ে টানাপোড়েনের মাঝেই বাংলাদেশের নতুন বিদেশসচিব নিয়োগ, কে সামলাবেন দায়িত্ব?

সম্প্রতি মহম্মদ জসীমউদ্দিনকে পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার।

Yunus government appoint new foreign secretary of Bangladesh
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 20, 2025 9:05 pm
  • Updated:June 20, 2025 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন নিয়ে টানাপোড়েন অব্য়াহত বাংলাদেশে। এর মাঝেই নতুন বিদেশসচিব নিয়োগ করল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের ২৮ তম বিদেশসচিব হিসাবে দায়িত্ব পালন করবেন আসাদ আলম সিয়াম। এর আগে তিনি আমেরিকায় নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত ছিলেন।

Advertisement

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ‘গণ অভ্যুত্থানে’ পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন মহম্মদ ইউনুস। দেশের ২৭তম বিদেশসচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয় মহম্মদ জসীমউদ্দিনকে। কিন্তু সম্প্রতি তাঁকে পদ থেকে সরিয়ে দেয় সরকার। গত ২২ মে তিনি ছুটিতে যান। শুরু হয় তাঁর উত্তরসূরি খোঁজার কাজ। অবশেষে গুরুত্বপূর্ণ এই পদের জন্য আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সিয়ামকে বিদেশসচিব হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিএস (বিদেশ ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম আমেরিকার আগে অস্ট্রিয়ায় রাষ্ট্রসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তৎকালীন সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশ সচিব মহম্মদ তৌহিদ হোসেনের দপ্তরে পরিচালক হিসেবেও কাজ করেছেন সিয়াম। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে এই পদে তাঁকে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে বিদেশ মন্ত্রণালয়। সেখানে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিদেশসচিব হিসেবে সিয়াম দায়িত্ব পালন করবেন। আজ শুক্রবার থেকে এই আদেশ কার্যকর হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement