Advertisement
Advertisement
Bhangar

ভাঙড়ের পথে ভয়াবহ দুর্ঘটনা, অটো ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ১০

জখমদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

10 were injured in the road accident in Bhangar

অলংকরণ: অরিত্র দেব।

Published by: Suhrid Das
  • Posted:February 9, 2025 9:51 pm
  • Updated:February 10, 2025 8:34 am  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম ১০ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাসন্তী হাইওয়ের উপর। রবিবার সন্ধ্যায় একটি প্রাইভেট কার ও যাত্রীবোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় শাকসার মেলা থেকে রাজারহাটের দিকে ফিরছিল একটি চারচাকার প্রাইভেট কার। ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুর মোড়ের কাছে সেই গাড়ির সামনের টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যাত্রীদের নিয়ে একটি অটো উলটো দিক থেকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ওই অটোকে ধাক্কা মারে। রাস্তাতেই উলটে যায় যাত্রীবোঝাই অটো। অটোর যাত্রীদের অনেকেই রাস্তায় ছিটকে পড়েন। অনেকে অটোর মধ্যে আটকে যান। দুমড়েমুচড়ে যায় দুটি গাড়িই।

Advertisement

বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় ও পথচলতিরা। অটোযাত্রীদের উদ্ধার করা হয়। আহত ১০ জনকে প্রথমে ভোজেরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জখমদের একাধিক শিশুও রয়েছে বলে খবর। খবর পেয়ে দ্রুত চন্দনেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুটি গাড়িকেই আটক করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা হল, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গাড়ির চালকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় বেশ কিছু সময় যানজট দেখা যায় ওই রাস্তায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement