Advertisement
Advertisement

কয়েকঘণ্টার ব্যবধানে একই পরিবারের ২ শিশুর রহস্যমৃত্যু, চাঞ্চল্য কোচবিহারে

মৃত শিশুদের মা ও তিন ভাইবোনকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

2 children if same family die mysteriously in Cooch Behar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 30, 2018 9:49 am
  • Updated:October 27, 2020 11:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যমৃত্যুর ঘটনা ঘটল কোচবিহারের মেখলিগঞ্জে। কয়েকঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই শিশুকন্যার মৃত্যু হল। এরপরেই মৃত শিশুদের আরও দু’বোন, এক ভাই ও মাকে ভরতি করা হল হাসপাতালে। শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতালের চিকিৎসকদের দাবি, নির্দেশ মানেনি রোগীর পরিবার। অসুস্থ শিশুকন্যাদের হাসপাতালে নিয়ে এলে বেশকিছু পরীক্ষা করেন কর্তব্যরত চিকিৎসকরা। তারপর শারীরিক পরিস্থিতি বুঝে টেস্টও করতে দেন। তবে পরিবারের তরফে সেসব কিছুই করা হয়নি। উলটে মেয়েরা সুস্থ হচ্ছে না বলে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপরেই মৃত্যু হয় দুই শিশুকন্যার।

[এনজেপিতে ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার চার লক্ষ টাকার নিষিদ্ধ বিদেশি পণ্য]

এদিকে শিশুকন্যাদের মৃত্যুর পরে ফের অসুস্থ হয়ে পড়ে ওই পরিবারের আরও দুই শিশুকন্যা-সহ এক শিশুপুত্র ও তাদের মা। চারজনকেই এরপর হাসপাতালে ভরতি করা হয়। এই অসুস্থতার প্রকৃত কারণ কী তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তবে অপুষ্টি ও অনাহার ওই দুই শিশুকন্যার মৃত্যুর অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা। পরিবারের দাবি কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে দুই শিশুর।

Advertisement

[জায়ের সঙ্গে ঝামেলায় ছেলেকে খুন, মৃত সন্তান কোলে থানায় আত্মসমর্পণ গৃহবধূর]

রাজধানীর ছায়া এবার মেখলিগঞ্জে। কয়েকঘণ্টার ব্যবধানে পর পর একই পরিবারের দুই শিশুকন্যার মৃত্যু অনাহারের ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য গত সপ্তাহেই অনাহার ও অপুষ্টিজনতি করাণে রাজধানীতে একই পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। সংসদ ভবন থেকে মাত্র ১০ কিলোমিটারের দূরত্বে অনাহারে মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে। পরে জানা যায় দীর্ঘ সাতদিন খাবার দূরে থাক ওই খুদেদের পেটে একফোটা জলও পড়েনি। মৃত শিশুদের বাবা মঙ্গল আবার এরাজ্যের বাসিন্দা। বছর ১৫ আগে দিল্লিতে চলে গিয়ে রিকশা চালাতেন। কয়েকদিন আগে রিকশাটি চুরি গেলেল বাড়িওয়ালাত তাঁদের বের করে দেয়। তখন বন্ধুর বাড়িতে সপরিবারে এসে ওঠেন মঙ্গল। তাঁর স্ত্রী বীণাদেবী আবার মানসিক ভারসাম্যহীন। কাজের খোঁজে সকালে বেরিয়ে যাওয়ার পরই শিশুকন্যারা অসুস্থ হয়ে পড়ে। লালবাহদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। রাজধানীর বুরে অনাহারে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেজরিওয়াল সরকারকে এক যোগে বিঁধছে বিরোধীরা।

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ