Advertisement
Advertisement

Breaking News

Hooghly

অভিষেকের সভার আগে পাণ্ডুয়ায় বোমা ফেটে কিশোরের মৃত্যু, গুরুতর জখম আরও ২

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে হুগলির পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণ। প্রাণ গেল এক কিশোরের। গুরুতর জখম আরও ২। তাদের মধ্যে একজনের হাত উড়েছে বলেই খবর। দুজনে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি।

Boy dies in bomb blast in Hooghly

পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে প্রাণহানি। নিজস্ব চিত্র

Published by: Sayani Sen
  • Posted:May 6, 2024 10:27 am
  • Updated:May 6, 2024 2:46 pm

সুমন করাতি, হুগলি:  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কয়েক ঘণ্টা আগে হুগলির পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণ। প্রাণ গেল এক কিশোরের। গুরুতর জখম আরও ২। তাদের মধ্যে একজনের হাত উড়েছে বলেই খবর। তারা বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। হুগলি গ্রামীণ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

সোমবার সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী হুগলির পাণ্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনি। পুকুর পাড়ে তিনজন কিশোর খেলা করছিল। বল ভেবে বোমা হাত দেয় তারা। তাতেই বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড শব্দ শুনতে স্থান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয়রা দেখেন এদিক ওদিক ছিটকে পড়ে রয়েছে তারা। সকলেই রক্তাক্ত। তড়িঘড়ি তিন কিশোরকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় পাণ্ডুয়া হাসপাতালে। চিকিৎসকরা জানান, রাজ বিশ্বাস নামে বছর দশেকের এক কিশোরের মৃত্যু হয়েছে। অপর দুই কিশোর রূপম বল্লব (১৩) এবং সৌরভ চৌধুরী (১১) অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তারা বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ভোটের মুখে জোড়া ধাক্কা! সন্দেশখালির ভিডিও ও রাজ্যপাল ইস্যু চিন্তা বাড়াচ্ছে গেরুয়া শিবিরের]

আগামী ২০ মে অর্থাৎ পঞ্চম দফায় পাণ্ডুয়ায় ভোট। আবার আর কয়েক ঘণ্টার মধ্যে পাণ্ডুয়ায় তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বোমা বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর শোরগোল। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের দাবি, ভোটের জন্য বোমা মজুত করা হচ্ছিল। কেন পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না, প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তদন্ত করে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে বলেই দাবি স্থানীয় শাসক শিবিরের। ভোট আবহে কে বা কারা ওই পুকুরপাড়ে বোমা মজুত করল, তা খতিয়ে দেখছে হুগলি গ্রামীণ থানার পুলিশ।

Advertisement

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সোমেই স্বস্তির কালবৈশাখী, লণ্ডভণ্ড হতে পারে বাংলার ৮ জেলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ