Advertisement
Advertisement
Gaighata

গাইঘাটায় স্কুলের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ছাত্রীর, অন্য দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহীর

ছাত্রীর মৃত্যুর পর এলাকায় তীব্র উত্তেজনা দেখা যায়।

2 dead in separate road accident in Gaighata

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:February 12, 2025 3:14 pm
  • Updated:February 12, 2025 3:14 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দুটি পৃথক দুর্ঘটনায় বনগাঁর গাইঘাটা এলাকায় মারা গেলেন দুজন। প্রথম ঘটনাটি ঘটেছে জামদানি বিষ্ণুপুর সড়কে। অন্যটি উত্তর বাগনা তেল পাম্পের সামনের। জামদানি বিষ্ণুপুর সড়কে স্কুলে ঢোকার আগে গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক প্রাথমিক স্কুলের ছাত্রী। অন্যদিকে,  গাইঘাটারই উত্তর বাগনায় এক বাইক আরোহী মারা গিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশেষভাবে সক্ষম চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর নাম সঞ্চিতা মণ্ডল(৯)। আজ বুধবার বেলা ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ফরিদকাটি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে। এদিন ওই ছাত্রী স্কুলে ঢুকছিল। তখন বেপরোয়া গতিতে এসে একটি মুরগির গাড়ি তাকে ধাক্কা মারে। ওই ছাত্রীর মাথায় আঘাত লাগে। ওই ছাত্রীকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়ির চালক ও খালাসি।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় একটি আইসিডিএস সেন্টার, প্রাথমিক ও হাইস্কুল রয়েছে। দৈনিক কয়েক হাজার ছাত্রছাত্রী যাতায়াত করে। এদিকে জামদানি বিষ্ণুপুর সড়কে বেপরোয়া গতিতে গাড়ি, বাইক যাতায়াত করে।  এলাকায় স্প্রিড ব্রেকার বসানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিন এলাকায় বিক্ষোভ দেখানো হয়। গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে নিয়ে ঘাতক গাড়িটি আটক করেছে। চালক, খালাসির খোঁজে চলছে তল্লাশি।

অন্যদিকে, গাইঘাটা থানার উত্তর বাগনা তেল পাম্পের সামনে সকাল সাড়ে ১০টা নাগাদ একটি অটোর সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হন বাইকের দুই আরোহী। গাইঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সুকুমার পার্সি নামক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement