Advertisement
Advertisement
COVID-19

সামান্য স্বস্তি, রাজ্যে দৈনিক সংক্রমিতের তুলনায় বেশি করোনাজয়ীর সংখ্যা

সুস্থতার হার ৯৩ শতাংশের বেশি।

2801 more people tested COVID-19 positive | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 10, 2020 9:46 pm
  • Updated:December 10, 2020 10:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই সংক্রমিত হচ্ছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টাতেও বাংলায় নতুন আক্রান্তের চেয়ে বেশি সংখ্যক মানুষ মারণ ভাইরাসকে হারিয়ে হাসিমুখে ঘরে ফিরেছেন। যা আশার আলো দেখাচ্ছে আমজনতাকে।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (Coronavirus) থাবা বসিয়েছে বাংলার ২,৮০১ জনের শরীরে। অর্থাৎ সংক্রমণের হার গতকালের তুলনায় অত্যন্ত সামান্য হলেও কমেছে। একদিনে আক্রান্তদের মধ্যে কলকাতার (Kolkata) ৬২২ জন। উত্তর ২৪ পরগনার ৬১৩ জন। দক্ষিণ ২৪ পরগনার নতুন করে আক্রান্ত ১৬৭ জন। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং ও জলপাইগুড়ির কোভিড গ্রাফ উর্ধ্বমুখী। তবে বাংলার সব জেলা থেকেই এদিন হদিশ মিলেছে নতুন আক্রান্তের। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ১৩, ৭৫২। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন রাজ্যের ৪৯ জন। তাঁদের মধ্যে ১৯ জন কলকাতার। ১৩ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃতের নিরিখে এদিন প্রথমে কলকাতা। দ্বিতীয়ে উত্তর ২৪ পরগনার। মোট মৃতের সংখ্যা বেড়ে ৮,৯১৬। একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন বাংলার ২, ৯৫১ জন। তাঁদের মধ্যে ৭৫৬ জনই কলকাতার। অর্থাৎ সুস্থতার নিরিখেও প্রথমস্থানে তিলোত্তমা। এখনও পর্যন্ত বাংলার মোট করোনাজয়ীর সংখ্যা ৪, ৮১, ৩৮৫ জন।

Advertisement

[আরও পড়ুন: ‘স্রেফ মা দুর্গার কৃপায় সভায় পৌঁছতে পেরেছি’, হামলা নিয়ে তৃণমূলকে দুষলেন নাড্ডা]

তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪২, ১৫২ জনের। এখনও পর্যন্ত মোট কোভিড টেস্ট হয়েছে ৬২, ৯৮, ০৪০ জনের। বাংলায় মোট কোভিড হাসপাতাল রয়েছে ১০২টি। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১১, ০২, ২৪০ জন। মোট সেফ হোমের সংখ্যা ২০০টি। সেখানে রয়েছেন ৫০৬ জন।

Advertisement

[আরও পড়ুন: ঝাড়গ্রামে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ-২, বাকিদের খোঁজে জারি তল্লাশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ