Advertisement
Advertisement

Breaking News

Corona Virus

বেলাগাম সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত তিন হাজার ছুঁইছুঁই

বাংলায় করোনা মুক্তির হার ৭০ শতাংশেরও বেশি।

2954 more corona positive in Bengal in last 24 hours
Published by: Paramita Paul
  • Posted:August 6, 2020 8:56 pm
  • Updated:August 6, 2020 9:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশাসনের হাজার চেষ্টাতেও সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিতের (Corona Positive) সংখ্যা তিন হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ৫৬ জনের। ফলে বাংলায় (West Bengal) মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৭৫৪। মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৯০২। এমন পরিস্থিতিতে একমাত্র আশার আলো সুস্থতার হার। বাংলায় করোনা মুক্তির (Covid Winners) হার ৭০ শতাংশেরও বেশি। যা নিয়ে বৃহস্পতিবার রীতিমতো প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bannerjee)। তারপরেও উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার পরিস্থিতি।

এদিনও সংক্রমণের হারে বাকি সমস্ত জেলাকে ছাপিয়ে গিয়েছে রাজধানী কলকাতা (Kolkata)। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৬৮০ জন। এর ঠিক পরেই রয়েছে উত্তর ২৪ পরগণা (North 24 Parganas)। একই সময় সেখানে আক্রান্তের সংখ্যা ৬০১ জন। কলকাতায় মৃত্যুও বাড়ছে লাফিয়ে। মৃত মোট ৫৬ জনের মধ্যে ২৭ জনই কলকাতার। ফলে কলকাতায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৭ জন।

Advertisement

[আরও পড়ুূন : একই পরিবারের ৯ জন করোনায় আক্রান্ত, বাড়ছে সংক্রমণ, দক্ষিণ দমদমে ভয়াবহ পরিস্থিতি]

এদিকে উত্তরবঙ্গের মধ্যে সর্বাধিক সংক্রমণের সাক্ষী দার্জিলিঙ। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০২ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছে ২৯৫৪ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ হাজারেরও বেশি। 

Advertisement

এমন পরিস্থিতিতেও স্বস্তি দিচ্ছে সুস্থতা। বৃহস্পতিবার  স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২০৬১ জন। ফলে বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ হাজার ২৩ জন। সুস্থতার হার ৭০.৩৪ শতাংশ। ফলে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮২৯ জন। 

[আরও পড়ুূন : রাজ্যে করোনায় মৃত্যুর হার মাত্র ২ শতাংশ, ডিসচার্জ রেট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ