Advertisement
Advertisement

Breaking News

চার্চ

‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে চার্চে হামলা, গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী

চার্চে হামলার ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর।

3 BJP worker arrested for vandalised Church of Bhagwanpur
Published by: Sayani Sen
  • Posted:December 30, 2019 9:13 pm
  • Updated:December 30, 2019 9:14 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: যিশুখ্রিস্টের জন্মদিন পালন ও নতুন গির্জার উদ্বোধনী  অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। এই ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। প্রত্যেককে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও গেরুয়া শিবির এই অভিযোগ অস্বীকার করেছে।

দিনকয়েক আগে মেদিনীপুরের ভগবানপুর থানার উত্তর শিবরামপুর গ্রামে যিশুখ্রিস্টের জন্মদিন পালন এবং নতুন গির্জা উদ্বোধনের অনুষ্ঠান চলছিল। তাতে ভিড় জমিয়েছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী বহু মানুষ। এছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী মানুষও ভিড় জমান গির্জায়। অভিযোগ, ওই অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকজন বিজেপি কর্মী গির্জায় হামলা চালায়। তারা গির্জার জানলা, দরজা ভাঙচুর করে। এমনকী তারা গির্জায় থাকা আসবাবপত্র, পাখা এবং  মাইক সেটেও ব্যাপক ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের বাধা উপেক্ষা করে নির্বিচারে চলে ভাঙচুর। প্রত্যেককেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতেও শোনা যায়। ভাঙচুরের পর ঘটনাস্থল ছেড়ে চলে যায় হামলাকারীরা।

Advertisement

[আরও পড়ুন: ৪ জানুয়ারি থেকে বন্ধ টালা ব্রিজ, জেনে নিন কোন রাস্তায় চলবে যানবাহন]

‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে ওই যুবকদের হামলা চালানোর ঘটনায় আতঙ্কিত ঘটনার সময় গির্জায় উপস্থিত থাকা প্রায় সকলেই। এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হয় চার্চ কর্তৃপক্ষ। ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে পুলিশ। মাত্র কয়েকদিনের মধ্যে এ ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা হল ভুবন মণ্ডল, উৎপল মণ্ডল এবং স্বপন বর্মন। তারা প্রত্যেকে বিজেপি কর্মী বলেই এলাকায় পরিচিত। সোমবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। আপাতত ওই অভিযুক্তদের জেল হেফাজতে রাখারই নির্দেশ দিয়েছেন কাঁথি মহকুমা আদালতের বিচারক। 

Advertisement

স্থানীয়দের দাবি, সুদূর অতীতে এমন কোনও ঘটনা ঘটেছে বলে কারও মনে নেই। তবে বর্তমানে ক্রমশই বাড়ছে ধর্মীয় হানাহানির মতো এমন ঘটনা। যা চিন্তা বাড়াচ্ছে স্থানীয়দের। তবে কী CAA নিয়ে বিক্ষোভের আঁচেই গির্জায় হামলা চলল, সেই প্রশ্নও তুলছেন এলাকার বাসিন্দাদের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ