BREAKING NEWS

২৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  শুক্রবার ৯ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

কয়লাখনিতে পুনর্বাসনে ৩৮ হাজার বাড়ি গড়ছে আবাসন দফতর

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 5, 2016 1:02 pm|    Updated: June 22, 2022 3:54 pm

 38,000 new houses will be made to help the poor people of coal mine area

বিশেষ সংবাদদাতা: কয়লাখনি এলাকার বিপদগ্রস্ত ও অসহায় বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসন দিতে এক ধাক্কায় প্রায় ৩৮ হাজার বাড়ি তৈরি করছে রাজ্য সরকার৷ আসানসোলের রানিগঞ্জ ও জামুড়িয়া এলাকার সরকারি জমিতে এই আবাসন তৈরি করবে রাজ্যের আবাসন দফতর৷ খনি থেকে কয়লা উত্তোলনের জন্য গ্রামে ধস নামা এবং গ্যাসে ক্ষতিগ্রস্তদের দফায় দফায় এই বাড়িগুলি হস্তান্তর করা হবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবারই বিভাগীয় আধিকারিকদের নিয়ে আবাসনের প্রস্তাবিত জমি পরিদর্শন করেন রাজ্যের আবাসন ও পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷

পরিদর্শন শেষে জামুড়িয়া বিডিও অফিসে কোল ইন্ডিয়া, ইসিএল এবং বর্ধমান জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন আবাসনমন্ত্রী৷ বৈঠকে ছিলেন রানিগঞ্জ কোলফিল্ড পুনর্বাসন প্রকল্পের চেয়ারম্যান ও শ্রমমন্ত্রী মলয় ঘটক৷ বৈঠকে যুদ্ধকালীন তৎপরতায় প্রকল্পের কাজ শুরু ও দ্রুত প্রাপকদের হাতে বাড়ি তুলে দেওয়ার কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করেন তিনি৷ পরে আবাসনমন্ত্রী শোভন জানান, “মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনেই কয়লাখনি এলাকায় ক্ষতিগ্রস্ত গরিব মানুষদের প্রায় ১২০০ জমিতে এই আবাসন তৈরি হবে৷ খনি এলাকার জন্য উপযুক্ত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ-বান্ধব গৃহ তৈরি করা হবে৷ ১৫ দিনের মধ্যে ইসিএল কর্তৃপক্ষ জমি সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি দেবে বলে কথা দিয়েছে৷ ডিসেম্বর থেকেই আবাসন দফতর কাজ শুরু করবে৷”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে