প্রতীকী ছবি।
মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: সরকারি প্রকল্পের নিয়মের বাইরে গিয়ে বাড়ির সিঁড়ির নির্মাণ করছিলেন বাড়ির মালিক! সেই নির্মীয়মান সিঁড়ি ভেঙে আহত ১ কিশোরী ও ৩ শিশু। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে। বেআইনিভাবে সিঁড়ি নির্মাণ পুরসভা জানে না কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। পুরসভা জানিয়েছে, সব খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে আবাসের প্রকল্পের বাড়ি তৈরি করা হচ্ছে। ৩১ নম্বর ওয়ার্ডের বাণীতলার শা পাড়ায় বাসিন্দা কালাম শাহ নামে এক ব্যক্তির স্ত্রীর নামেও আবাসের টাকা এসেছে। সেই মতো বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। বাড়ির কাজ অধিকাংশ হয়ে এসেছে। কিছু কাজ বাকি থাকায় বাড়ি হস্তান্তর করা হয়নি। অভিযোগ এই অবস্থায় আইন না থাকা সত্ত্বেও বাড়ির মালিক নিজের উদ্যোগে সিঁড়ি তৈরি করছিলেন। তা কিছুটা তৈরিও হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে নির্মীয়মাণ সেই সিঁড়ির নিচে খেলা করছিল বাচ্চারা। হঠাৎই সিঁড়ির অংশ ভেঙে পড়ে। চাপা পড়ে যায় চারজন।
চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনজন চিকিৎসাধীন। চার বছরের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রশ্ন উঠছে কী করে আইনের বাইরে সরকারি প্রকল্পের প্রাপক বাড়ির সিঁড়ি করছিলেন? বাড়ি প্রাপকের স্বামী কালাম শাহ জানিয়েছেন, বিষয়টি কাউন্সিলরকে জানানো ছিল। যদিও ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান তা অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার এই ধরনের কিছু জানা ছিল না। উনি কেন সরকারি প্রকল্পের বাড়ির আইন ভেঙে এমনটা করলেন খোঁজ নেব। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.