Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

সত্যি হচ্ছে বিশেষজ্ঞদের আশঙ্কা? চতুর্থীতেই ৪ হাজার পেরল বাংলার দৈনিক করোনা সংক্রমণ

সুস্থতার হারও কমল কিছুটা।

4029 people infected in covid positive in last 24 hours in West Bengal ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 20, 2020 8:14 pm
  • Updated:October 20, 2020 8:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর (Durga Puja 2020) মরশুমে ক্রমশই ঊর্ধ্বমুখী রাজ্যের করোনার গ্রাফ। ফের উদ্বেগ বাড়িয়ে দৈনিক সংক্রমণে রেকর্ড। চতুর্থীতেই চার হাজারের গণ্ডি পেরল দৈনিক আক্রান্তের সংখ্যা। সামান্য কমল দৈনিক মৃতের সংখ্যা। তবে সুস্থতার হারও কমল কিছুটা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে মঙ্গলবার কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। কারণ, এদিন উত্তর ২৪ পরগনায় সংক্রমিত ৮৭১ জন। কলকাতায় আক্রান্ত ৮০৯ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ২৯ হাজার ৫৭ জন। রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা যদিও সামান্য কমেছে। একদিনে মৃত্যু হয়েছে ৬১ জনের। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮০ জন। তবে দৈনিক সংক্রমণের হার যেমন বাড়ছে তেমনই পাল্লা দিয়ে সামান্য কমছে সুস্থতার হার। বর্তমানে রাজ্যের সুস্থতার হার ৮৭.৪৩ শতাংশ। যা সোমবারের তুলনাতেও কম।

Advertisement

[আরও পড়ুন: উৎসবের মরশুমে বাড়ছে সংক্রমণ, মুখ্যমন্ত্রীর নির্দেশে বেসরকারি হাসপাতালেও বাড়ছে শয্যা]

ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনা মোকাবিলায় টেস্টিং ছাড়া কোনও অস্ত্র নেই। তাই জোর দেওয়া হচ্ছে পরীক্ষায়। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৭৬২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড টেস্ট হয়েছে ৪০ লক্ষ ৭৮ হাজার ৬৫১ জনের। তাঁদের মধ্যে ৮.০৭ শতাংশ ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে অসতর্ক হলেই যে বিপদ আরও বাড়বে, সে বিষয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। তবে সতর্কতা যে কিছুটা কম সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কারণ, পুজোর বাজারে ভিড়ের ছবি যথেষ্ট সামনে এসেছে। আবার তেমনই কলকাতার কিছু মণ্ডপে হুজুগেদের ভিড়ও দেখা গিয়েছে। যা দেখে বাধ্য হয়ে পুজো মণ্ডপে দর্শক প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাই কোর্ট। যদিও রায়কে চ্যালেঞ্জ করেছে ফোরাম ফর দুর্গোৎসব। যার শুনানি হবে পঞ্চমীতে। এছাড়া এই পরিস্থিতিতে মঙ্গলবারই জাতির উদ্দেশে সতর্কবার্তা জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে তা সত্ত্বেও উৎসবের মরশুম শেষে রাজ্যের করোনা গ্রাফ কেমন থাকে, সেদিকেই নজর সকলের। 

Advertisement

[আরও পড়ুন: হেঁটে নয়, নেটেই দেখুন, অনলাইনে দিনভর পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাবে এই বারোয়ারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ