Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

Coronavirus Update: ফের চোখরাঙানি করোনার, একদিনে রাজ্যে আক্রান্ত ৪০০-র বেশি

কলকাতায় সংক্রমিত ১৯১।

406 new Coronavirus Cases recorded in Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 21, 2022 7:34 pm
  • Updated:June 21, 2022 7:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লাফিয়ে বাড়ছে রাজ্যের করোনা (Coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা ৪০০ পার। এর মধ্যে শুধুমাত্র কলকাতায় আক্রান্তের সংখ্যা প্রায় দু’শো। যা নিসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যকর্তাদের।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৪০৬ জন। যা সোমবারের প্রায় দ্বিগুণ। এর মধ্যে কলকাতায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ১৯১ জন। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায়ও সংক্রমিত শতাধিক-১০৪। দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। স্বস্তি দিয়ে ওই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যের চারটি জেলায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ মেলেনি। চারটি জেলা হল কালিম্পং, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়া। 

Advertisement

[আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি: মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সম্পত্তির খতিয়ান চাইল আদালত]

Advertisement

 

সংক্রমণ বাড়লেও গত কয়েকদনি করোনায় প্রাণ যায়নি রাজ্যের কারোর। তবে গত ২৪ ঘণ্টায় সেই রীতিতে ছেদ পড়ল। মৃত্যু হল কোভিড সংক্রমিত ১ জনের। ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ২১০। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন।

বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ১২০ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৯ হাজার ৮ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ২২৭৯ জন। আর হাসপাতালে ভরতি ৫০ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া বেড়ে দাঁড়াল ২৩২৯ জন।

[আরও পড়ুন: স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য বদলের বিল পাশ বিধানসভায়, প্রতিবাদে রাজভবনে BJP]

সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৮ হাজার ৫৬১ টি নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বাড়তেই বেড়েছে পজিটিভিটি রেটও-৪.৭৪ শতাংশ। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৭০ হাজার ৮৩৩ জন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ