Advertisement
Advertisement

Breaking News

ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্র্যান্ডের তালিকায় অধিকাংশ নাম পশ্চিমবঙ্গের

আপনার পছন্দ এখন ভারতসেরা! ক্লিক করে দেখে নিন সেই সাফল্যের রিপোর্ট!

42 Kolkata-Based Brands Feature Among India’s Top 1000 Most Attractive Brands
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2016 2:08 pm
  • Updated:November 5, 2016 2:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০০-এর মধ্যে ৪২!
সংখ্যাটা খুব অল্প মনে হচ্ছে কি?
এই অল্পটাই বেশি হয়ে যাবে যদি তাকানো যায় রাজ্যের পরিপ্রেক্ষিতে। ২০১৬ সালের হিসেব বলছে, ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্র্যান্ডের মধ্যে অধিকাংশ জায়গাই দখল করেছে পশ্চিমবঙ্গের নানা সংস্থা। যে রাজ্যের ৪২টি ব্র্যান্ড একজোটে এগিয়ে রয়েছে পয়লা সারিতে, তাকে সাফল্যের পরাকাষ্ঠা ছাড়া আর কী বা বলা যায়!
প্রতিযোগীদের তালিকা যদিও হেলাফেলা করার মতো নয়। এই রাজ্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল মোট ১৬টি শহরের নিরিখে ১০,০০০ ব্র্যান্ড। তার ভিত্তিতে সম্প্রতি প্রকাশিত ভারতসেরা ব্র্যান্ডের হিসেব এগিয়ে রাখল পশ্চিমবঙ্গকেই!
এবং, যে ব্র্যান্ডগুলি এই প্রথম প্রতিযোগিতায় নাম তুলে আদায় করে নিল কুর্নিশ, তাদের সাফল্য বিস্মিত করছে অনেক বিশেষজ্ঞকেই। সমীক্ষা বলছে, রাজ্যের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে অজন্তা ফুটওয়্যার, স্থান পেয়েছে ভারতসেরা ব্র্যান্ডের মধ্যে ২০৪ নম্বরে। এর ঠিক পরে রয়েছে রূপা, তার জায়গা ২৩২ সারিতে। একে একে ২৩৭ সারিতে রয়েছে খাদিম, লাক্স কোজি ৩৬৩ নম্বরে, ডলার ৪৬০-এ।
পিছিয়ে নেই শ্রীলেদার্সও! এই সংস্থা সারা ভারতের মধ্যে দখল করেছে ৩৮৩ নম্বর। সমীক্ষা আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গের প্রসাধনী সংস্থার সাফল্যও চোখে পড়ার মতো। জয় কসমেটিকস এবং সৌমিস ক্যান গ্রো যথাক্রমে এসেছে ৫৬৭ এবং ৯২২ নম্বরে। বাদ যায়নি চানাচুর প্রস্তুতকারক সংস্থা বাপি-ও! বাপি চানাচুর পেয়েছে সারিতে ৭০৩ নম্বর জায়গাটি!
কে বলে, এই রাজ্যে শিল্পের অবস্থা ততটাও ভাল নয়!

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ