Advertisement
Advertisement
Panihati

রূপান্তরকামী প্রতিবেশীকে দিনরাত কটূক্তি! প্রতিবাদ করতেই যৌন হেনস্তা-মারধর, পানিহাটিতে গ্রেপ্তার বৃদ্ধ

অভিযোগ, বৃদ্ধ নিতাই প্রতিবেশী হিসাবে একজন তৃতীয় লিঙ্গের কাউকে কিছুতেই মেনে নিতে পারছিল না।

60 yrs old arrested for allegedly beat transgender in Panihati

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:June 16, 2025 10:11 pm
  • Updated:June 16, 2025 10:12 pm  

অর্ণব দাস, বারাকপুর: রূপান্তরকামী হওয়ায় দীর্ঘদিন ধরেই প্রতিবেশী বৃদ্ধের কটুক্তি শুনতে হচ্ছিল! প্রতিবাদ করায় মারধর-সহ যৌন হেনস্তার শিকার হতে হল মাঝবয়সী এক রূপান্তরকামীকে। পানিহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের নবীনপল্লি এলাকার চাঞ্চল্যকর এই ঘটনায় ঘোলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

অভিযুক্ত ৬০ বছরের নিতাই বিশ্বাসকে রবিবার গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের ছেলে বউমা থাকেন নিউ বারাকপুরে। বছর দুয়েক হল নবীনপল্লির বাড়িতে একাই থাকছিল নিতাই। আক্রান্ত রূপান্তরকামী তারই প্রতিবেশী। অভিযোগ, বৃদ্ধ নিতাই প্রতিবেশী হিসাবে একজন তৃতীয় লিঙ্গের কাউকে কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই,তাঁকে দেখলেই সে কটূক্তি করত। দিনে-দিনে এই কটুক্তি বাড়ছিল বলেই অভিযোগ। গত শনিবারের কটূক্তি সহ্যের সীমা ছাড়িয়ে গেলে প্রতিবাদে সরব হন রূপান্তরকামী। এরপরও তার উপর নেমে আসে আক্রমণ। লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি যৌন হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ তাঁর।

আক্রান্ত বলেন, “অভিযুক্ত প্রতিবেশী বয়স্ক হওয়া সত্ত্বেও ভীষণভাবে লিঙ্গ বিদ্বেষী। রাস্তায় আমাকে দেখলেই কটূক্তি করত। আমি, বাবা, মা ওঁকে বহুবার বুঝিয়েছি। কিন্তু শোনেননি। গতদিনও আমাকে উদ্দেশ্য করে নোংরা ভাষায় আক্রমণ করতে থাকে। তখন প্রতিবাদ করলে আক্রমণ করেন। যৌন হেনস্তার শিকারও হতে হয় আমাকে।” তিনি আরও জানান, “লিঙ্গ পরিবর্তন করতে অস্ত্রোপচার করতে হয়েছিল আমাকে। সেই অস্ত্রোপচারের জায়গাতেও আক্রান্ত হয়েছি। বর্তমানে চিকিৎসা চলছে। ঘটনার পর থেকে ভীষণ আতঙ্কিত। অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে ঠিকই, চাইছি ওর কঠোর শাস্তি হোক।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement