Advertisement
Advertisement

Breaking News

মাছ

দিঘায় জালে উঠল ৯০০ কেজির চিলশংকর, দানবাকৃতি মাছ দেখতে ভিড় বাজারে

দিঘার এক ব্যবসায়ী কেনেন মাছটি।

900 kg shankar fish caught by fisherman in Digha on monday
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 2, 2020 3:06 pm
  • Updated:March 2, 2020 3:06 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ফের দিঘায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশাল আকৃতির  চিলশংকর মাছ। যার ওজন প্রায় ৯০০ কেজি। বিশাল আকৃতির এই মাছটিকে কোনওক্রমে সমুদ্র থেকে তুলে মোহনার মাছের বাজারে নিয়ে যাওয়া হলে সেটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা।

জানা গিয়েছে, সোমবার ভোরে কাঁথিতে আল আমিন ৩ নামের একটি ট্রলারের মৎস্যজীবীদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এই মাছটি। ৯০০ কেজির এই মাছটিকে জল থেকে তুলতে হিমশিম খেতে হয় মৎস্যজীবীদের। কোনওক্রমে ট্রলারে তুলে মাছটিকে নিয়ে আসা হয় দিঘা মোহনা মাছের বাজারে।

Advertisement

fish

Advertisement

সেখানে রবীন্দ্রনাথ শ্যামল নামে এক ব্যবসায়ী ৩০ হাজার টাকায় মাছটি কিনে নেন। মৎস্যজীবীদের কথায়, ভারতের পাশাপাশি বিদেশের বাজারেও প্রচুর চাহিদা রয়েছে এই মাছের। পাশাপাশি এতবড় শংকর মাছ কোনওদিনই দিঘা মোহনা বাজারে মেলেনি বলেও জানান ব্যবসায়ীরা।

fish-2

[আরও পড়ুন: হিংসা বিধ্বস্ত দিল্লিতে সম্প্রীতির ছবি, মউজপুরে রামের নিরাপদ আশ্রয়ে বাংলার মনিরুল]

fish-3

এদিন সকালে মাছের খবর পেয়ে বাজের ভিড় করেন স্থানীয়রা। মাছটি সামনে পেয়েই ক্যামেরাবন্দি করতে শুরু করেন বেশিরভাগ। কেউ আবার সেলফি তোলেন। সবমিলিয়ে বিশালাকার এই মাছ দেখতে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। 

[আরও পড়ুন: ‘আমার ৭ বছরের ভালবাসা ফিরিয়ে দাও’, সপরিবারে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ