Advertisement
Advertisement
বিজেপি

আমডাঙার পর খণ্ডঘোষে মৃত বিজেপি কর্মী, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ

বিজেপি কর্মী খুনের পিছনে রাজনীতিকেই দায়ী করছে পরিবার৷

A BJP worker allegedly killed by TMC goons in khandaghosh area.
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 22, 2019 3:07 pm
  • Updated:June 22, 2019 3:07 pm

সৌরভ মাজি, বর্ধমান: সন্দেশখালি, ভাটপাড়া, আমডাঙার পর এবার বর্ধমান। এবার বিজেপি কর্মীকে খুনের অভিযোগে উত্তপ্ত বর্ধমানের খণ্ডঘোষ এলাকা। অভিযোগ, বিজেপির সক্রিয় কর্মী হওয়ার কারণেই পরিকল্পনামাফিক খুন করা হয়েছে ওই প্রৌঢ়কে। আদৌ খুন?  নাকি ওই ব্যক্তির মৃত্যুর পিছনে রয়েছে অন্যকোনও রহস্য, তা নিয়ে ধন্দে পুলিশ।

[আরও পড়ুন: সম্পত্তি হাতিয়ে ঘরছাড়া করেছে ছেলে, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বৃদ্ধ ]

বর্ধমানের খণ্ডঘোষের বাসিন্দা গোপাল পাল নামে ওই ব্যক্তি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। বাড়ির কাছেই তাঁর একটি চায়ের দোকান রয়েছে। জানা গিয়েছে, শুক্রবার রাতে অচৈতন্য অবস্থায় দোকানের সামনে পড়ে ছিলেন ওই ব্যক্তি। স্থানীয়দের নজরে পড়তেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই পুলিশের তরফে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। শনিবার সকালে ময়নাতদন্ত চলাকালীন হাসপাতালে যান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিজেপির সক্রিয় কর্মী হওয়ার কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক খুন করেছে ওই ব্যক্তিকে। তাঁদের অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে এক অভিযুক্তের বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। যদিও সেখানে কারও হদিশ মেলেনি৷বিজেপির অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূল নেতৃত্বের। শনিবার সকালেই মৃতের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিজেপির জেলা নেতৃত্ব। 

Advertisement

[আরও পড়ুন: রাতে গৌড় এক্সপ্রেসে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১]

যদিও ঘটনার তদন্তে নেমে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, তড়িদাহত হয়েও মৃত্যু হতে পারে ওই ব্যক্তির। কারণ, শনিবারের ঘটনার কিছুক্ষণ আগেই ওই এলাকায় প্রবল বৃষ্টি হয়। গোপালবাবুর দোকানের সামনেই বিদ্যুৎবাহী তার রয়েছে। ফলে তড়িদাহত হয়েও মৃত্যু হতে পারে তাঁর। পাশাপাশি, হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভবনাকেও উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই গোপালবাবুর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, জানিয়েছেন তদন্তকারীরা। তাতে অবশ্য রাজনীতির ছোঁয়া থাকার জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ