Advertisement
Advertisement
Birbhum

ফুটবল মাঠে ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মৃত ১১ বছরের কিশোর, শোকের ছায়া পরিবারে

মৃত কিশোর সিউড়ির একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল।

A Boy dies while practicing football in Birbhum

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:December 7, 2024 12:06 pm
  • Updated:December 7, 2024 2:38 pm  

নন্দন দত্ত, বীরভূম: ফুটবল অনুশীলনে গিয়ে মৃত্যু এক বালকের। শুক্রবার সন্ধ্যায় মাঠে দৌড়ানোর সময় মাঠে পড়ে যায় সে। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া পুরসভা এলাকায়।

মৃত কিশোরের নাম আদিত্য চক্রবর্তী। বয়স ১১ বছর। বাড়ি সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লি এলাকায়। প্রায় বছর চারেক ধরে স্থানীয় কামদা কিঙ্কর স্টেডিয়ামে ফুটবল অনুশীলন করত আদিত্য। শুক্রবারেও মামা রবীন সিংয়ের সঙ্গে অনুশীলনে যায় সে।অন্যান্য দিনের মতো মাঠে দৌড় শুরু করে সে। একটু দৌড়ানোর পর, আচমকা মাঝমাঠে দাঁড়িয়ে যায় আদিত্য। তার পরই মাটিতে লুটিয়ে পড়ে সে।

Advertisement

স্টেডিয়ামেই বসে ছিলেন মামা ও আরও এক অনুশীলনকারী শাহবাজ খান। তাঁরা তড়িঘড়ি আদিত্যকে সাঁইথিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা আদিত্যকে মৃত বলে ঘোষণা করেন। সরকারিভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও পরিবারের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে আদিত্যর। শাহবাজ বলেন, “আমি আর ওর মামা মাঠেই বসেছিলাম। দৌড়তে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে, মাঠে পড়ে যায় ও। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।”

A Boy dies while practicing football in Birbhum

আদিত্য সিউড়ির একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল। মা কমলা চক্রবর্তী রেলে হাসপাতালের নার্সিং স্টাফ। অণ্ডালে কর্মরত তিনি। বড় ছেলের মৃত্যুর ঘটনায় বার বার মুর্ছা যাচ্ছেন কমলাদেবী। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement