Advertisement
Advertisement

Breaking News

Hooghly

ভিনধর্মে বিয়ের জের, অসুস্থতা সত্ত্বেও হুগলির হোটেলে ঘর পেলেন না দম্পতি!

বিয়ের নথি দেখানোর পরও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

A couple did not get a room in the hotel in hooghly | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 11, 2021 10:40 am
  • Updated:January 11, 2021 10:41 am

দিব্যেন্দু মজুমদার, হুগলি: স্বামী তৌসিফ হক, স্ত্রী জয়ন্তী বিশ্বাস। স্রেফ এই কারণেই বিবাহের নথি দেখানো সত্ত্বেও দম্পতিকে হোটেল ভাড়া না দেওয়ার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৌসিফ।

বিষয়টা ঠিক কী? তৌসিফের পোস্ট অনুযায়ী, এক দাদার আমন্ত্রণে সস্ত্রীক হুগলিতে (Hooghly) পিকনিক করতে এসেছিলেন তিনি। আচমকা তাঁর স্ত্রী জয়ন্তী অসুস্থ হয়ে পড়েন। সেই কারণে স্ত্রীকে নিয়ে হুগলির চুঁচুড়ার গোবিন্দনগরে সুলেখা লজে যান তৌসিফ। অভিযোগ, বিয়ের সার্টিফিকেট দেখিয়ে ওই দম্পতি ঘরভাড়া চাইলে দিতে অস্বীকার করে লজ কর্তৃপক্ষ। তাঁদের বিয়ের সার্টিফিকেট বৈধ নয় বলেই দাবি করেন তাঁরা। এই নিয়ে কথাকাটি হয়। পরবর্তীতে বাধ্য হয়ে অন্য চুঁচুড়ার অন্য হোটেলে যান ওই দম্পতি। জানা গিয়েছে, কিছুক্ষণ পর জয়ন্তীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রাতেই তাঁরা ফিরে যান বর্ধমানে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেই লজ কর্তৃপক্ষকে তুলোধনা করেন নেটিজেনরা।

Advertisement

[আরও পড়ুন: বাড়ি গিয়ে শষ্য সংগ্রহ করেছিলেন নাড্ডা, ২৪ ঘণ্টা না পেরতেই তৃণমূল কার্যালয়ে ৫ কৃষক]

এবিষয়ে সুলেখা লজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে অভিযোগ অস্বীকার করেন তাঁরা। তাঁদের অভিযোগ, ওই যুগল বিয়ের কোনও নথি দেখাতে রাজি হননি। সেই কারণেই ঘর দিতে অস্বীকার করা হয়। তাঁর জেরে যুবক রীতিমতো তাণ্ডব করেন। প্রসঙ্গত, তৌসিফ নামী শিল্পী। বহু বইয়ের প্রচ্ছদ করেন তিনি। এছাড়াও শৈল্পিক গুণের কারণে সোশ্যাল মিডিয়াতেও বেশ পরিচিত তিনি। জয়ন্তীর সঙ্গে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়েছে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ‘অপহরণ’, দম্পতির বেশে নাটকীয়ভাবে অভিযুক্তকে ধরল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ