Advertisement
Advertisement

Breaking News

crocodile

রোদে গা এলিয়ে নদীপাড়ে কে? কাছে যেতেই চোখ কপালে বাসিন্দাদের, তার পর…

সোমবার সকালে ধুবুলিয়া বহিরদ্বীপ এলাকায় দেখা মেলে তার। খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষে মধ্যে। খবর যায় বনদপ্তরে।

A crocodile was seen beside the river bank at Dhubulia, Nadia

ছবি: দেবু মালাকার

Published by: Anwesha Adhikary
  • Posted:March 5, 2024 6:59 pm
  • Updated:March 5, 2024 8:33 pm

সঞ্জিত ঘোষ, নদিয়া: আর পাঁচটা দিনের মতো সকালে নিজেদের কাজ করছিলেন মৎস্যজীবীরা। নদীর পাড়ের কাছে যেতেই চোখ কপালে ওঠে তাঁদের। বসন্তের মিষ্টি রোদে গা এলিয়ে পড়ে আছে ‘জলের রাজা’ কুমির(Crocodiles)! মঙ্গলবার সকালে নদিয়া ধুবুলিয়া(Dhubulia) বহিরদ্বীপ এলাকায় দেখা মেলে তার।

খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। খবর যায় বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। কর্মীরা জানান, এই ধরনের কুমিরকে নিয়ে আতঙ্কের কিছু নেই। কারণ এরা স্বচ্ছ জলের কুমির। সাধারণত মাছ খায়। এর থেকে শুধু দূরত্ব বজায় রাখলেই হবে। ভাগীরথীতে অবশ্য এই প্রথম নয়। আগেও কয়েক বার কুমির দেখা গেছে মিষ্টি জলে। গত বছরে নদিয়া, মুর্শিদাবাদের (Murshidabad) বেশ কিছু জায়গায় বার বার দেখা যাচ্ছিল একটি কুমিরকে।

Advertisement

[আরও পড়ুন: এক প্রার্থী পদে ১০ নাম! জলপাইগুড়ি-জটে বিজেপি, ভোট আবহে ঘরেই কর্মীরা]

শেষে বিস্তর কাঠখড় পোড়ানোর পর তাকে ধরতে সক্ষম হয় বনদপ্তর। তাছাড়া কিছু দিন আগেই বর্ধমানের কালনা (Kalna) শহরের মধ্যে রাস্তায়  ঘুরতে দেখা যায় বিশাল আকারের একটি কুমিরকে। শেষে ধরে নিয়ে যায় বনদপ্তর। কুমির বার বার লোকালয়ে ও ভাগীরথীর অগভীর এলাকায় চলে আসায় আতঙ্কিত ধুবুলিয়া ও পাশের এলাকা নবদ্বীপের বাসিন্দারা।

Advertisement

[আরও পড়ুন: দীর্ঘদিন ধরে লটারি কেটেও মেলেনি টাকা, ফুলিয়ায় আত্মঘাতী তাঁত শ্রমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ