রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে ঝলসে মৃত্যু হল বিদ্যুৎ দপ্তরের এক কর্মীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকায়। কোনওরকম নিরাপত্তা ছাড়াই কেন বিদ্যুতের খুঁটিতে তোলা হয়েছিল ওই ব্যক্তিকে, তা নিয়েই উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, পটাশপুরের ধগড়াবাঁকা গ্রামের বাসিন্দা মৃত কার্তিক পাখিরা নামে ওই বিদ্যুৎ কর্মী। সোমবার সকালে পটাশপুর এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন তিনি। সূত্রের খবর, নিয়ম মেনেই লাইনে কানেকশন বন্ধ রেখেই কাজ শুরু করেন কার্তিক। কিন্তু আচমকাই লাইনে বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হন কার্তিক। মুহূর্তে পুড়ে যান ওই ব্যক্তি। মৃত অবস্থায় খুঁটিতে ঝুলতে থাকেন কার্তিক। সকলের নজরে পড়তেই তড়িঘড়ি তাঁকে নামিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল সূত্রে খবর, সম্পূর্ণ পুড়ে গিয়েছিল তাঁর দেহ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: নকশার ভুলেই নির্মীয়মাণ ফরাক্কা ব্রিজ বিপর্যয়! বিস্ফোরক স্বীকারোক্তি সাইট ইনচার্জের]
কিন্তু কার্তিক পাখিরার মর্মান্তিক পরিণতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে। কেন যথাযথ ব্যবস্থা ছাড়াই ও ব্যক্তিতে খুঁটিতে তোলা হল? যদিও এবিষয়ে বিদ্যুৎ দপ্তরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিন ঠিক হয়েছিল দ্রুতই তা স্পষ্ট হবে। পাশাপাশি, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জেরে এই ঘটনা ঘটে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তদন্তকারী।