Advertisement
Advertisement

Breaking News

হাওড়া ব্রিজ

হাওড়া ব্রিজে মিনিবাসের রেষারেষি, দুর্ঘটনায় মৃত্যু ১ যাত্রীর

নর্থ পোর্ট থানার পুলিশ ঘাতক বাসদুটিকে আটক করেছে।

A man died in road accident at Howrah Bridge, injured many
Published by: Sayani Sen
  • Posted:November 23, 2019 5:01 pm
  • Updated:November 23, 2019 5:30 pm

অরিজিৎ গুপ্ত, হাওড়া: রেষারেষির জেরে দু’টি মিনিবাসের মুখোমুখি ধাক্কা। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে হাওড়া ব্রিজে। তাতে মৃত্যু হয়েছে এক বাসযাত্রীর। জখম হয়েছেন দুটি বাসের বহু যাত্রী। তাঁদের কলকাতা মেডিক্যাল এবং হাওড়া হাসপাতালে ভরতি করা হয়েছে। নর্থ পোর্ট থানার পুলিশ ঘাতক বাসদুটিকে আটক করেছে।

শনিবার দুপুরে ৭৩ নম্বর রুটের দু’টি বাসই হাওড়া ব্রিজ দিয়ে ধর্মতলার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত যাত্রী তোলার আশায় শুরু থেকেই বাস দুটি রেষারেষি করছিল। তার ফলে ভিড়ে ঠাসা হাওড়া ব্রিজে ক্রমশই বাড়ছিল বাস দুটির গতিও। বারবার যাত্রীদের বাসচালক এবং কন্ডাক্টরকে সাবধানে বাস চালাতে বলেন। তবে সাবধানবাণীতে কান দেননি তাঁরা। এমন সময় উলটোদিক থেকে ৪১ নম্বর মিনিবাস আসছিল। ৭৩ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। উলটোদিক থেকে আসা ৪১ বি নম্বর রুটের বাসে সরাসরি ধাক্কা মারে ৭৩ নম্বর রুটের বাসটি।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি ঘনিষ্ঠ হওয়ায় ত্রাণ মিলছে না, অভিযোগ বুলবুলে ক্ষতিগ্রস্ত তৃণমূল সমর্থকদের]

দু’টি বাসে থাকা যাত্রীরা এই ঘটনায় অল্পবিস্তর জখম হন। স্থানীয়দের পাশাপাশি দুর্ঘটনার কথা শুনে পুলিশও ঘটনাস্থলে জড়ো হয়ে যায়। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ চিকিৎসার পর জখমদের মধ্যে এক যাত্রীর মৃত্যু হয়। হতাহতদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের কলকাতা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। দু’টি মিনিবাসকেই বাজেয়াপ্ত করেছে নর্থ পোর্ট থানার পুলিশ। তবে চালকদের খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ