Advertisement
Advertisement

Breaking News

খুন

সন্তান খুনে গ্রেপ্তার বাবা, সৎকার থামিয়ে দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ

হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু নাবালকের, দাবি অভিযুক্তের পরিবারের।

A minor allegedly murdered by father in durgapur, accused held

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 17, 2019 12:54 pm
  • Updated:October 17, 2019 12:54 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: নাবালককে খুনের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে। জানা গিয়েছে, মৃতের মামার বাড়ির অভিযোগের ভিত্তিতেই শ্মশান থেকে নাবালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, প্রায় বারো বছর আগে আসানসোলের দোমানির বাসিন্দা পূর্ণিমা দাসের সঙ্গে বিয়ে হয় পাণ্ডবেশ্বরের বাসিন্দা প্রকাশ পালের। ওই দম্পতির সন্তান বছর দশেকের সূর্য পাল। ছোট থেকেই অসুস্থ ছিল সূর্য। কিন্তু প্রথম থেকে পূর্ণিমার সঙ্গে প্রকাশ সম্পর্ক স্বাভাবিক ছিল না।অভিযোগ, বরাবর প্রকাশ বরাবরই অত্যাচার করত পূর্ণিমার উপর।

Advertisement

[আরও পড়ুন:বান্ধবীর প্রাক্তন প্রেমিকের হাতেই খুন যুবক? নিমতা হত্যাকাণ্ডে জোরাল ত্রিকোণ প্রেমের তত্ত্ব]

পুজার সময় বাপের বাড়িতে গিয়ে গোটা বিষয়টি জানায় পূর্ণিমা। এরপর কিছুদিন সেখানেই ছিলেন ওই মহিলা। বুধবার প্রতিবেশী মারফত খবর যায় যে, তাঁর ছেলে সূর্যর মৃত্যু হয়েছে। এরপর পূর্ণিমাদেবীর বাপের বাড়ির সদস্যরা পাণ্ডবেশ্বরে পৌঁছন। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন যে, তাঁরা পৌঁছনোর আগেই সূর্যকে দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

বিষয়টি জানতে পেরেই পূর্ণিমাদেবীর বাবার বাড়ির লোকেরা পাণ্ডবেশ্বর থানায় মৌখিক অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার শ্মশান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এরপর বৃহ্স্পতিবার সকালেই গ্রেপ্তার করা হয়েছে মৃতের বাবা তথা প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রকাশ পালকে। যদিও প্রকাশ পালের দাদা রবিন পালের দাবি, তাঁর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই নাবালকের। কিন্তু আদতে কিভাবে মৃত্যু হল ওই কিশোরের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: বেআইনি খনিতে ৫ দিন ধরে নিখোঁজ তিন, উদ্ধারে ডাক পড়ছে ‘লাদেন’-এর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ