ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: দু’জনেই শিশু। একজনের বয়স চার, অপরজনের পাঁচ। আর এই দুই নাবালিকাকে বাড়িতে ডেকে পর্নোগ্রাফি দেখাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ঘটনার কথা জানতে পেরে অভিযুক্তকে বিবস্ত্র করে গণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার গুমা নেতাজিনগরে। ধৃত যুবকের নাম বিকাশ চৌধুরি (৩৭)। এই ঘটনার পরই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। এখনও ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা।
[সন্তানের মৃত্যুযোগ কাটাতে তান্ত্রিককে দিয়ে স্ত্রীকে ধর্ষণ! গ্রেপ্তার স্বামী]
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নেতাজিনগরের বাড়িতে একাই থাকত বিকাশ। কয়েক বছর আগে বিয়ে করেছিল সে। তবে কিছুদিন পরই স্ত্রী ছেড়ে চলে যান। স্থানীয়দের অভিযোগ, বিকাশের স্বভাবের কারণে স্ত্রীর সঙ্গে প্রায়ই অশান্তি হত তার। শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ, প্রতিবেশী দুই নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় বিকাশ। অভিযোগ, বিকাশ তাদের প্রথমে নিজের বাড়িতে নিয়ে যায়। তারপর সেখানে গিয়ে দু’জনকে পর্নোগ্রাফি দেখাতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ, পর্নোগ্রাফি দেখিয়ে ওই শিশুদের উপর যৌন নির্যাতন করতে চেয়েছিল সে। তবে ওই শিশুদের নিয়ে বাড়িতে ঢোকার সময় বিকাশকে দেখে ফেলেন এক প্রতিবেশী। সন্দেহ হাওয়ায় কয়েকজনকে বিষয়টি জানান তিনি। স্থানীয়রা কয়েকজন মিলে বিকাশের বাড়িতে গিয়ে পর্নোগ্রাফি দেখানোর কথা জানতে পারেন।
[নদিয়ায় মিউচুয়াল ফান্ড কেলেঙ্কারি, লক্ষ লক্ষ টাকার প্রতারণা]
এর পরই বিকাশকে আটকে রেখে এলাকার লোকেদের খবর দেন তাঁরা। স্থানীয় একটি ক্লাবে নিয়ে গিয়ে বিকাশকে বিবস্ত্র করেন স্থানীয়রা। উলঙ্গ অবস্থায় তাকে গণপিটুনি দেন এলাকার মানুষ। অশোকনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। শনিবার দুপুরে বিকাশকে বারাসত আদালতে পেশ করা হয়েছে।