Advertisement
Advertisement

Breaking News

দিনহাটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি-বোমাবাজি, কাঠগড়ায় বিজেপি

গ্রেপ্তার দুই বিজেপি কর্মী৷

A Police van is tergated in Coochbehar Dinhata in Saturday night
Published by: Tanujit Das
  • Posted:September 15, 2019 10:15 am
  • Updated:September 15, 2019 10:15 am

বিক্রম রায়, কোচবিহার: পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল বোমা৷ চলল গুলি৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকা৷ অভিযোগের তির বিজেপি কর্মী, সমর্থক তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের অনুগামীদের দিকে৷ এই ঘটনায় গভীর রাত পর্যন্ত এলাকায় টহলদারি চালিয়েছে পুলিশ৷ গ্রেপ্তার দুই বিজেপি কর্মী৷ রবিবার সকালেও এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে৷

[ আরও পড়ুন: ছুটির দিনে পুজোর কেনাকাটিতে বাদ সাধবে না তো বৃষ্টি? জেনে নিন কী বলছে আবহাওয়া দপ্তর ]

Advertisement

পুলিশ জানিয়েছে, দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকাতেই রয়েছে সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি৷ শনিবার রাতে দিনহাটা থানায় খবর আসে, সাংসদের বাড়ির সামনে প্রচুর মানুষের জমায়েত হয়েছে৷ সেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশের একটি টহলদারি ভ্যান৷ অভিযোগ, পুলিশের ভ্যানকে এলাকায় ঢুকতে দেখেই উত্তেজনায় ফেটে পড়ে বিজেপি কর্মীরা৷ ভ্যানটিকে লক্ষ্য করে প্রথমে বোমা ছোঁড়া হয়৷ তারপর চলে পাঁচ রাউন্ড গুলি৷ যার মধ্যে একটি গুলি এসে লাগে পুলিশের গাড়ির কাঁচে৷ ঘটনায় কেউ জখম না হলেও, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ এরপরই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ এলাকা ছেড়ে পালায় অভিযুক্তরা৷ গভীর রাত পর্যন্ত এলাকায় টহলদারি চালান পুলিশ আধিকারিকরা৷

Advertisement

[ আরও পড়ুন: দালালচক্র রুখতে স্বাস্থ্য কর্মীদের আলাদা পোশাক দক্ষিণ দিনাজপুরের গ্রামীণ হাসপাতালে ]

এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের নাম সঞ্জয় রায়, আনন্দ চন্দ৷ কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে৷ শনিবার রাতেই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দু’জনকে পাকড়াও করা হয়েছে৷ অন্যান্যদের খোঁজ চলছে৷ রবিবার সকালেও এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর৷ এলাকায় রয়েছে পুলিশি টহলদারিও৷ অন্য একটি ঘটনায় তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের বাকলা এলাকায় এক তৃণমূল কর্মীর মাকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ তৃণমূল কর্মীর নাম বিষ্ণু সাহা৷ গুরুতর আহত অবস্থায় কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি রয়েছেন প্রহৃত মহিলা৷ লোকসভা নির্বাচনের পর থেকেই এলাকা দখলকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত কোচবিহার৷ সূত্রের খবর, লোকসভা নির্বাচনের পর পরই গোটা জেলায় গেরুয়া শিবিরের ভাল প্রভাব লক্ষ্য করা গেলেও, সময়ের সঙ্গে সঙ্গে জমি পুনরুদ্ধার করতে শুরু করেছে শাসকদল৷ আর তাতেই সংঘর্ষ আরও তীব্রতর হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ