Advertisement
Advertisement

Breaking News

Mahishadal

রিংটোন ভালো নয়! মন্তব্য শুনেই খুদে ছাত্রকে ‘বেদম মার’ শিক্ষকের

হাসপাতালে ভর্তি খুদে পড়ুয়া।

A school student allegedly beaten by teacher at Mahishadal

প্রতীকী ছবি

Published by: Sayani Sen
  • Posted:May 15, 2025 9:16 pm
  • Updated:May 16, 2025 1:40 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ক্লাস চলাকালীন বেজে উঠল শিক্ষকের মোবাইল। রিংটোন ভালো লাগেনি খুদের। শিক্ষককে জানায় সেকথা। আর তাতেই রেগে অগ্নিশর্মা শিক্ষক। ছাত্রকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে (Mahishadal) জোর শোরগোল।

ঘটনাটি বৃহস্পতিবারের। মহিষাদলের একটি বেসরকারি স্কুলে বাংলা ক্লাস চলছিল। ক্লাসের মধ্যে শিক্ষকের মোবাইল বেজে ওঠে। এক ছাত্র শিক্ষকের রিং টোন ভালো নয় বলে। তাতে রেগে যান ওই শিক্ষক। অভিযোগ, ওই শিক্ষক প্রথমে কলার ধরে ছাত্রকে কিল, চড়, থাপ্পড় মারে। পরে ছাত্রের পিঠে ঘুঁসিও মারে। শিক্ষকের মারে স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে প্রহৃত ছাত্র। স্কুল থেকে বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি পরিবারের লোকজন স্কুলে পৌঁছয়। আহত ছাত্রকে উদ্ধার করে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ভর্তি রয়েছে খুদে।

গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ চতুর্থ শ্রেণির ওই ছাত্রের পরিবারের লোকজন। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান প্রহৃত ছাত্রের পরিজনেরা। পুলিশের কাছেও লিখিত অভিযোগ জানানো হচ্ছে। অভিভাবকদের তরফ থেকে পাওয়া অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানায় স্কুল কর্তৃপক্ষ। ওই শিক্ষকের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement