Advertisement
Advertisement
Baruipur

বারুইপুরে নবমশ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু! নেপথ্যে ভূতের গেমে আসক্তি?

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

A student of baruipur allegedly killed himself
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 17, 2024 5:12 pm
  • Updated:June 17, 2024 7:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবমশ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। কেন এই পরিণতি? সূত্রের খবর, ভূতের গেমে আসক্ত ছিল ওই ছাত্র। সেই গেমের কারণেই এই পরিণতি। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর।

জানা গিয়েছে, ওই ছাত্রের নাম সাগ্নিক নস্কর। তার বয়স ১৪ বছর। বারুইপুরের দত্ত পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। তার বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী। মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা। পরিবার সূত্রে খবর, ওই ছাত্র দিনভর মজে থাকত মোবাইলে। ভূতের গেমে আসক্ত হয়ে পড়েছিল সে। দিনরাত গেমে ব্যস্ত থাকত। বাবা-মা তা নিয়ে বকাবকিও করেছেন।

Advertisement

[আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বেড়ে অন্তত ৮, জখম ৩০]

মৃতের বাবা বলেন, ছেলে সব সময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে ব্যস্ত থাকত। এক পর্যায়ে মোবাইল কেড়েও নিয়েছিলাম। তার পরও খেলা বন্ধ করতে পারিনি। সোমবার বাজারে গিয়েছিলাম, তার পর বাড়ি ফিরে দেখি দোতলার ঘর বন্ধ। ডাকাডাকি করেও না পাওয়ায় দরজা ভাঙা হয়। এর পরই উদ্ধার হয় ছাত্রের ঝুলন্ত দেহ। কিন্তু ছেলে একাজ করবে ভাবতে পারিনি। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরাও।

[আরও পড়ুন: জাতীয় পুরস্কার নিতে যাওয়ার টাকা ছিল না! কোন নায়িকার স্পটবয় হয়ে দিল্লি যান মিঠুন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement