ছবি: প্রতীকী
দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভাঙড় রয়েছে ভাঙড়েই। ভোট পর্ব মিটলেও শান্ত হচ্ছে না এলাকা। মঙ্গলবার রাতে ফের চলল গুলি। এবার গুলিবিদ্ধ তৃণমূলের এক পরাজিত প্রার্থী। অভিযোগের তির আইএসএফের দিকে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে পুলিশ।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যাক্তির নাম হাতেম মোল্লা। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন তিনি। তবে জিততে পারেননি। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুরে তৃণমূলের ওই পরাজিত প্রার্থীকে লক্ষ্য করে গুলি চলানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার হাসপাতালে। হাতেম মোল্লার মাথায় গুলি লেগেছে বলে জানা গিয়েছে।
এই গুলির ঘটনা ঘিরে আবারও উত্তপ্ত ভাঙড়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার বিশাল পুলিশ ফোর্স। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে আইএসএফ। যদিও আইএসএফের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.