Advertisement
Advertisement
Siliguri

শিলিগুড়িতে আড়াই বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেপ্তার গাড়িচালক

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন খুদে।

A toddler allegedly physically harassed by a driver | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 20, 2023 9:52 am
  • Updated:September 20, 2023 9:52 am

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: ফের বাংলায় লালসার শিকার খুদে। বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja 2023) রাতে আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায়। ঘটনায় জড়িত সন্দেহে এক ট্যাঙ্কার চালককে গ্রেপ্তার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোর রাতে তীব্র গরমের কারণে বাড়ি লাগোয়া একটি শিবমন্দিরে ওই শিশুকন্যা তার সাত বছরের দাদার সঙ্গে খেলা করছিল। পাড়ার অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। রাত বাড়ায় ধীরে ধীরে মন্দির ছেড়ে চলে যায় বাকিরা। তবে দুই ভাইবোন মন্দিরেই ঘুমিয়ে পড়ে। অভিযোগ, সেখান থেকেই কোনওভাবে সুবল মণ্ডল নামে এক গাড়ি চালক শিশুকন্যাটিকে তুলে নিয়ে যায়। রাত প্রায় দশটা নাগাদ শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে। পরে ঘোষপুকুর সংলগ্ন একটি ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের নিচে শিশুটিকে পাওয়া যায়। তাঁর পরনের জামাকাপড়ে রক্ত লেগেছিল।

Advertisement

[আরও পড়ুন: বসিরহাটের স্কুল হস্টেলে র‍্যাগিং সিনিয়রদের! ‘বাঁচতে’ পলাতক তিন নাবালক পড়ুয়া]

স্থানীয়দের অভিযোগ, ওই শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। শিশুটিকে পাওয়ার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান পরিবারের সদস্যরা। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনায় ধৃত ব্যক্তি ছাড়াও আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এমন নক্কারজনক ঘটনা ঘটার পরেও দার্জিলিং পুলিশ জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে বারবার ফোনে যোগাযোগ করা হলেও উত্তর মেলেনি। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ মণ্ডল বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা। বিকৃতমনস্ক মানুষের পক্ষেই এমন পাশবিক ঘটনা ঘটানো সম্ভব। আমরা এর নিন্দা করছি।” স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রশাসনের নজরদারি এড়িয়ে কীভাবে এমন ঘটনা বারবার ঘটছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

[আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের ছক, সীমান্তে ১৪ কোটি টাকার সোনা উদ্ধার, ধৃত ১]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ