BREAKING NEWS

২৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৭ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

দাবিমতো পণ না মেলায় বধূকে পুড়িয়ে খুন! কাঠগড়ায় শাশুড়ি

Published by: Tiyasha Sarkar |    Posted: February 10, 2022 7:00 pm|    Updated: February 10, 2022 9:07 pm

A woman allegedly killed by mother in law in Asansol area| Sangbad Pratidin

শেখর চন্দ, আসানসোল: ঘরের ভিতর দাউদাউ করে জ্বলছে বধূ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মর্মান্তিক সেই দৃশ্য। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। অভিযোগ, পণের জন্য ওই বধূকে পুড়িয়ে খুন করেছে তাঁর শাশুড়ি।

জানা গিয়েছে, মৃত বধূর নাম কাঞ্চন। ২০১৫ সালে আসানসোল (Asansol) দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেন কোলিয়ারির বাসিন্দা সুধীর নুনিয়ার সঙ্গে বিয়ে হয় তাঁর। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে বধূর উপর অত্যাচার করত শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অত্যাচার। এদিকে টাকার জোগাড়ও করতে পারছিলেন না মৃতার বাপের বাড়ির সদস্যরাও। এই পরিস্থিতিতে শ্বশুরবাড়িতে আগুনে পুড়ে মৃত্যু হয় কাঞ্চনের।

[আরও পড়ুন: দেবের পর অনুব্রত, গরুপাচার কাণ্ডের তদন্তে বীরভূমের তৃণমূল সভাপতিকে সিবিআই তলব]

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বধূর পুড়তে থাকা মুহূর্তের ছবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় আসানসোলে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, পণের জন্যই খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। শাশুড়িই গোটা ঘটনার নেপথ্যে, এমনটাই দাবি সকলের। বধূর এই মর্মান্তিক পরিণতিতে স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। 

[আরও পড়ুন: WB Civic Polls 2022: অব্যাহত জয়ের ধারা, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভা দখল তৃণমূলের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে