Advertisement
Advertisement
Birbhum

তারাপীঠে পুরোহিতের স্ত্রীকে ‘গণধর্ষণ’, বাঁচতে নির্যাতিতার ‘অভিসার’ ফাঁস অভিযুক্তদের!

গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে।

A woman allegedly physically assulted in Birbhum

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 4, 2024 8:59 pm
  • Updated:November 4, 2024 9:06 pm  

নন্দন দত্ত, সিউড়ি: এবার তারাপীঠে গণধর্ষণের শিকার পুরোহিতের স্ত্রী! ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। মহিলার প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বীরভূমের বাসিন্দা ওই পুরোহিত যুবক বছর খানেক আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে গ্রামের বাড়ি ছেড়ে যুবকের কর্মস্থলের কাছেই থাকতেন দম্পতি। শোনা যাচ্ছে, বিয়ের পর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পুরোহিতের স্ত্রী। ঘটনাচক্রে অভিযুক্ত দুই যুবক তা জানতে পেরে যায়। যুগলের উপর নজরদারি শুরু করে। তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবিও তুলে রাখে। এর পর ওই ছবি স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে রবিবার রাতে বধূকে নির্জন জায়গায় নিয়ে যায় সুপ্রিয় রায় ও বর্ষণ পাল নামে দুই যুবক। সেখানেই বধূকে গণধর্ষণ করা হয়।

Advertisement

সূত্রের খবর, নিজেদের নির্দোষ প্রমাণ করতে অভিযুক্তরা বধূ ও তাঁর প্রেমিকের ছবি স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয়। এর পরই নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হন। মহিলা পুলিশে লিখিত অভিযোগ জানাতেই সোমবার সাতসকালে গ্রাম থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ। গৃহবধুর প্রেমিকের সন্ধানে তল্লাশি শুরু করেছে। উল্লেখ্য, আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। সুবিচারের দাবিতে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক নারী নির্যাতনের ঘটনা তুলে দিচ্ছে বহু প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement