Advertisement
Advertisement

Breaking News

South Dinajpur

পিতৃ পরিচয়ের দাবিতে বাবার বাড়ির সামনে ধরনায় যুবতী! শোরগোল দক্ষিণ দিনাজপুরে

বেপাত্তা তরুণীর বাবা।

A woman of South Dinajpur stages protest in front of father's house | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 8, 2023 1:31 pm
  • Updated:September 8, 2023 1:31 pm

রাজা দাস, বালুরঘাট: পিতৃ পরিচয়ের দাবিতে বাবার বাড়ির সামনে ধরনায় যুবতী। ঘটনাটিকে কেন্দ্র করে শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীর ডিটলহাট এলাকার খেজুরকুড়ি গ্রামে। তাঁর দাবি, বাবার বাড়িতে থাকতে দিতে হবে তাঁকে।

জানা গিয়েছে, বছর আঠেরোর ওই তরুণীর নাম সারবিনা আখতার। পারিবারিক অশান্তির কারণে মাত্র ছ’মাস বয়সে তাঁর মা সাকিলা বেগম তাঁকে নিয়ে চলে যান বাপের বাড়ি। মালদহ জেলার গাজোলে। সেখানেই বেড়ে ওঠেন তরুণী। মামার বাড়িতে সমস্যা কিছুই ছিল না। তা সত্ত্বেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই পিতৃ পরিচয়ের জন্য ব্যাকুল হয়ে ওঠেন তরুণী। সেই কারণেই পিতৃ পরিচয় পেতে বৃহস্পতিবার দুপুরে বংশীহারীর ডিটলহাট এলাকার খেজুরকুড়ি গ্রামে যান তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘লজ্জা নেই’, ভাইপো মিঠুনের তৃণমূলে যোগদানে ক্ষুব্ধ ঝালদার নিহত তপন কান্দুর স্ত্রী]

মেয়ে বাড়ি যেতেই বাবা শাহাজাহান আলি বেপাত্তা হয়ে যায় বলে অভিযোগ। এমনকী ওই যুবতিকে বাড়িতেও ঢুকতে দেয়নি তাঁর ঠাকুরদা ও ঠাকুমা। যার জেরে অশান্তি তৈরি হয়। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বাবার বাড়ির সামনে ধরনায় বসেন তরুণী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সারবিনা জানান, তিনি পিতৃ পরিচয় চান। তিনি বাবার বাড়িতে থাকতে চান। কিন্ত তার ঠাকুরদা ও ঠাকুরমা তাঁকে মেনে নিতে আপত্তি করেছেন। এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ওই যুবতীর বাবার বাড়ির লোকজন।

Advertisement

[আরও পড়ুন: মায়ের সঙ্গে ভাত খাওয়া নিয়ে কথা কাটাকাটি, অভিমানে ‘আত্মঘাতী’ সপ্তম শ্রেণির ছাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ