Advertisement
Advertisement

Breaking News

ham

করোনা আবহেও দায়িত্বে অবিচল, কর্ণাটকের বধূর পরিজনের খোঁজ দিল হ্যাম রেডিও

পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হলেই বাড়ি ফিরবেন ওই বধূ।

A woman reunite with her family with the help of Ham radio club
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 28, 2020 5:09 pm
  • Updated:March 28, 2020 5:09 pm

শুভময় মণ্ডল: করোনা আতঙ্কে সবাই যখন গৃহবন্দি তখনও দায়িত্ব পালন করে চলেছেন পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের সদস্যরা। এই পরিস্থিতিতেও ভবঘুরে এক মহিলার পরিবার খুঁজে বের করেছেন ক্লাবের সদস্যরা। পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হলেই বাড়ি ফেরান হবে ওই মহিলাকে।

জানা গিয়েছে কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা বাজার সংলগ্ন একটি মন্দিরের পাশে এক ভবঘুরে মহিলা রেডিও ক্লাবের এক সদস্যের নজরে পড়েন। স্থানীয় একজনের সহযোগিতায় তড়িঘড়ি তাঁর জন্য জল ও খাবারের ব্যবস্থা করা হয়। সেইসঙ্গে তাঁর স্নানের ব্যবস্থাও করা হয়। জানা যায় যে, ওই মহিলার নাম লক্ষ্মী। কথা বলে রেডিও ক্লাবের সদস্যরা বুঝতে পারেন ওই মহিলা দক্ষিণ ভারতীয়। এরপর রেডিও ক্লাবের হায়দরাবাদ ও কর্ণাটকের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয় গাইঘাটা থেকে। গোটা বিষয়টি জানানো হয় তাঁদের। তাঁরাই খোঁজ শুরু করেন লক্ষ্মীর পরিবারের।

Advertisement

ham-radio-2

Advertisement

[আরও পড়ুন: একাধিক ভিড় ট্রেনে সফর! তেহট্টের করোনা আক্রান্তদের গতিবিধি বাড়াচ্ছে আতঙ্ক]

কয়েকদিনের মধ্যেই মেলে সুখবর। জানা যায়, কর্ণাটকের মাইনাপাড়ু এলাকার বাসিন্দা ওই মহিলা। তাঁর স্বামী, সন্তান ও মা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে রেডিও ক্লাবের সদস্যরা জানতে পারেন যে, মাস তিনেক আগে আচমকা উধাও হয়ে যান ওই মহিলা। এরপর মহিলার স্বামী ও সন্তানের ছবি দেখানো হয় লক্ষ্মীকে। তিনি ছবি দেখে চিনতে পারার পরই স্বস্তি পান রেডিও ক্লাবের সদস্যরা। তবে লকডাউনের কারণে এই মুহূর্তে মহিলাকে বাড়ি পাঠানো সম্ভব নয়, তাই গোটা বিষয়টি জানিয়ে বনগাঁর এসডিএ-এর সঙ্গে যোগাযোগ করেন ক্লাবের সদস্যরা। খবর পেয়েই মহিলাকে হাসপাতালে ভরতি করান এসডিও। বর্তমানে সেখানেই রয়েছেন লক্ষ্মী। এখন শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা। তারপরই ফের স্বামী সন্তানের কাছে ফিরে যাবেন লক্ষ্মী।

[আরও পড়ুন: লকডাউনে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ, সাপ্লাই চেন ম্যাপ তৈরির কাজ শুরু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ