Advertisement
Advertisement

Breaking News

ভিনরাজ্যে কাজে গিয়ে রহস্যমৃত্যু নদিয়ার শ্রমিকের

শোকের ছায়া গ্রামজুড়ে৷

A worker from Nadia died in Kerala

ছবি: প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:November 27, 2018 9:48 pm
  • Updated:November 29, 2018 9:46 am

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়ে রহস্যমৃত্যু হল নদিয়ার এক ব্যক্তির৷ মৃতের নাম নারায়ণ ঝাঁ, বয়স পয়তাল্লিশের কোঠায়৷ ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর৷ মঙ্গলবার বিকাল বা সন্ধ্যার দিকে মৃতের নদিয়ার বাড়িতে দুঃসংবাদ এসে পৌঁছায়৷ তামিলনাড়ু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মৃতের দেহ তাঁর গ্রামের বাড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর৷

[টিএমসিপির হুজ্জুতিতে বন্ধ কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠান, রাস্তায় বসে বিক্ষোভ অধ্যাপকদের]

Advertisement

জানা গিয়েছে, মৃত নারায়ণ ঝাঁ নদিয়ার সুরুটিয়া থানার অন্তর্গত ঠাকুরতলা গ্রামের বাসিন্দা৷ গত রবিবার হাওড়া থেকে কেরলের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি৷ কিন্তু আজ মঙ্গলবার তামিলনাড়ুর সালেম স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাঁর৷ মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, কেরলে কাজের উদ্দেশ্যে যাওয়ার বিষয়টি প্রথমে তিনি কাউকে জানাননি৷ হাওড়া স্টেশনে পৌঁছে স্ত্রী ডলি ঝাঁকে বিষয়টি জানান৷ ডলি দেবী জানিয়েছেন, তাঁর স্বামীর কোনও স্থায়ী রোজগারের ব্যবস্থা ছিল না৷ সংসারে তাই অভাব-অনটন লেগেই থাকত৷ এই অভাবের হাত থেকে নিস্তার পাওয়ার জন্যই কেরলের পথে রওনা দেন নারায়ণবাবু৷

Advertisement

[অসম্পূর্ণ অধিকাংশ শৌচালয়, বিপাকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘নির্মল বাংলা’ প্রকল্প]

পুলিশকে দেওয়া বয়ানে ডলি দেবী আরও জানিয়েছেন যে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা ও সকাল সাড়ে এগারোটায় তাঁর সঙ্গে নারায়ণবাবুর কথা হয়৷ তখন সবকিছু স্বাভাবিক ছিল৷ তামিলনাড়ু পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ট্রেনে কাটা পড়ে নারায়ণের মৃত্যু হয়েছে বলে জানতে পারে সুরুটিয়া থানার পুলিশ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলতে চাইছেন না তাঁরা৷ ফলে মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধছে৷ তামিলনাড়ু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নারায়ণবাবুর মৃতদের গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন করিমপুরের বিডিও সত্যজিৎ কুমার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ