Advertisement
Advertisement

Breaking News

গণপিটুনি

চোর সন্দেহে বেধড়ক মারধরে মৃত্যু যুবকের, থমথমে খড়গপুরের সাহাচক

এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ৷

A youth allegedly beaten to death in Kharagpur's Sahachawk

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:April 21, 2019 9:18 am
  • Updated:April 21, 2019 9:18 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোর সন্দেহে বেধড়ক মারধরে মৃত্যু হল এক যুবকের৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সাহাচক এলাকায়৷ মৃত বছর পঁয়ত্রিশের পিন্টু ছেত্রী৷ এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার কিনারা করার চেষ্টা করছেন তদন্তকারীরা৷

[ আরও পড়ুন: সিনেমার কায়দায় ব্যবসায়ীদের বেধড়ক মেরে ৩০ লক্ষ টাকা ছিনতাই দৃষ্কৃতীদের]

দিনকয়েক আগে খড়গপুরের সাহাচকে একটি গ্যারেজ থেকে লোহার সামগ্রী চুরি যায়৷ কে বা কারা চুরি করল, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা৷ এদিকে, ইতিমধ্যেই পিন্টু ছেত্রী নামে স্থানীয় এক যুবককে ব্যাগে করে লোহার সামগ্রী নিয়ে যেতে দেখা যায়৷ তাঁকে ঘিরে ধরেন এলাকাবাসী৷ কারও কারও দাবি, গ্যারেজ থেকে চুরি যাওয়া সামগ্রী নিয়ে পালিয়ে যাচ্ছিল পিন্টু৷ যদিও সেই দাবি যে একেবারে ভিত্তিহীন, তা জানান ওই যুবক৷ কিন্তু পিন্টুর দাবি কারও কান পর্যন্ত পৌঁছায়নি৷ কথা কাটাকাটি হতে হতেই পিন্টুকে মারধর শুরু করেন স্থানীয়রা৷ রাস্তায় ফেলে বেধড়ক মারধরও করা হয় তাঁকে৷ ইতিমধ্যেই খবর পেয়ে খড়গপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ মারমুখী জনতার হাত থেকে পিন্টুকে উদ্ধার করে পুলিশ৷ প্রহৃত বছর পঁয়ত্রিশের পিন্টুকে তড়িঘড়ি খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিছুক্ষণ চিকিৎসা চলে তাঁর৷ তবে শেষ পর্যন্ত পিন্টুকে বাঁচানো সম্ভব হয়নি৷ হাসপাতালেই মৃত্যু হয় প্রহৃতের৷

Advertisement

[ আরও পড়ুন: একই বেডে ৩ জোড়া মা-শিশু! ঠাসাঠাসিতে সদ্যোজাতের মৃত্যু সরকারি হাসপাতালে]

এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই এক যুবককে আটক করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ গুদামের মালিকেরও খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা৷ আদতে পিন্টু চুরি করেছিল নাকি বিনা কারণেই বেধড়ক মারধর করে মেরে ফেলা হল তাঁকে, তা খতিয়ে দেখছে পুলিশ৷ কিংবা এই ঘটনার নেপথ্যে কোনও পুরনো বিবাদে যোগসূত্র রয়েছে কিনা, সেটাও ভাবাচ্ছে আধিকারিকদের৷ পিন্টুর মৃত্যুর পর থেকে থমথমে গোটা সাহাচক৷ যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ