শংকরকুমার রায়, রায়গঞ্জ: বাড়ির অদূরে জমিতে শাক তুলতে যাওয়াই কাল। দুষ্কৃতীদের এলোপাথাড়ি কোপে প্রাণ গেল ১৪ বছরের নাবালকের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) গোয়ালপোখর থানার দক্ষিণ সাহাপুরে। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত কিশোরের নাম সেনামুল মহম্মদ। বয়স ১৪ বছর। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার দক্ষিণ সাহাপুরের বাসিন্দা। শুক্রবার সকালে ১০ বছরের ভাইকে সঙ্গে নিয়ে পাশেই জমিতে গিয়েছিল শাক তুলতে। বুঝতেও পারেনি এতবড় বিপদ অপেক্ষা করছে তার জন্য। সূত্রের খবর, আচমকা সেনামুলের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি কোপাতে থাকে সেনামুলকে। ব্যাপক আঘাত করা হয় নিম্নাঙ্গে। গোটা ঘটনায় রীতিমতো ভয় পেয়ে যায় সেনামুলের ভাই। সে দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়। পরিবারের সদস্যরা ছুটে এসে দেখে জমিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেনামুল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে।
[আরও পড়ুন: সরস্বতী পুজোয় বন্ধুদের সঙ্গে বেরিয়ে বাড়ি ফিরতে দেরি, মায়ের বকুনির জেরে চরম সিদ্ধান্ত ছাত্রীর!]
গোটা ঘটনায় প্রশ্ন উঠছ, কী কারণে এই খুন? পরিবারের সদস্যরা জানিয়েছেন, কারও সঙ্গে তাঁদের কোনও শত্রুতা নেই। ফলত কী কারণে খুন, তা নিয়ে তারা ধন্দে। তবে ইতিমধ্যেই খুনে জড়িত সন্দেহে ১ জনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এ বিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত চলছে। দ্রুতই রহস্যভেদ হবে।
[আরও পড়ুন: দারিদ্র্য সত্ত্বেও ফিরিয়েছেন আবাস যোজনার ঘর, বীরভূমের দুই প্রাপককে সংবর্ধনা প্রশাসনের]
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights