BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

দুই বন্ধুর মারে মৃত্যু যুবকের, বালুরঘাট থানায় অভিযোগ দায়ের সন্তানহারা বাবার

Published by: Sayani Sen |    Posted: March 30, 2023 10:21 am|    Updated: March 30, 2023 10:23 am

A youth allegedly killed by his two friends in Balurghat । Sangbad Pratidin

রাজা দাস, বালুরঘাট: দুই বন্ধুর মারে মৃত্যু হল এক যুবকের। উত্তর দিনাজপুরের বালুরঘাটের নামাবঙ্গি ঘটনা। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে ওই দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। চলছে খোঁজখবর।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম আকাশ দত্ত। বছর ছাব্বিশের ওই যুবক উত্তর দিনাজপুরের বালুরঘাটের নামাবঙ্গি এলাকার বাসিন্দা। পেশায় টোটোচালক। গত মঙ্গলবার রাতে আকাশ তাঁর দুই বন্ধু সুরজ রবিদাস, স্বপন মোহন্তর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় প্রথমে সুরজের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। হাতাহাতিও হত একপ্রস্থ। পরে স্বপন আবার আকাশের দিকে তেড়ে আসেন। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ।

[আরও পড়ুন: ‘মোদির নাম নিতে আমাকেও চাপ দিত CBI’, এবার বিস্ফোরক খোদ অমিত শাহ]

অসুস্থ অবস্থায় রাতে বাড়ি ফিরে যান আকাশ। তবে মাঝরাতে অসুস্থতা বাড়ে। তাঁকে প্রথমে বালুরঘাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। বুধবার অসুস্থতা আরও বাড়ে আকাশের। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থানান্তরিত করার আগেই সব শেষ। মৃত্যু হয় আকাশের।

পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে মাথায় আকাশ ভেঙেছে প্রায় সকলের। এই ঘটনায় বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন আকাশের বাবা আনন্দ দত্ত। কী কারণে সুর এবং স্বপনের সঙ্গে বিবাদে জড়ালেন আকাশ, তা এখনও স্পষ্ট নয়। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। 

[আরও পড়ুন: শামিকে গ্রেপ্তার করার দাবি খারিজ, কলকাতা হাই কোর্টে ধাক্কা হাসিন জাহানের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে