২৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  শুক্রবার ৯ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ জানানোয় খুন গলসির যুবক! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার অভিযুক্ত

Published by: Tiyasha Sarkar |    Posted: April 4, 2022 2:09 pm|    Updated: April 4, 2022 2:09 pm

A youth arrested in Galsi murder case | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

সৌরভ মাজি, বর্ধমান: পালানোর চেষ্টা করেও লাভ হল না। গলসির যুবক খুনের (Galsi Murder Case) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। ফের বড়সড় সাফল্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের। 

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। এদিন রাতে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসির সন্তোষপুরের কয়েকজন বাসিন্দা এলাকার একটি পুকুরের পাশে এক যুবককে পড়ে থাকতে দেখেন। কাছে যেতেই দেখেন যুবকের মাথায় বিধে রয়েছে কুড়ুল। সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেওয়া হয়। খবর যায় থানায়। পুলিশ ঘটনাস্থলে যেতেই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

[আরও পড়ুন: মাধ্যমিকেও পুষ্পা রাজ! ‘আপুন লিখেগা নেহি,’ উত্তরপত্রে লিখল পরীক্ষার্থী, হতভম্ব শিক্ষক]

এরপর জানা যায়, মৃত যুবকের নাম উৎপল ঘোষ। সন্তোষপুর এলাকারই বাসিন্দা ছিল তিনি। পেশায় মাছের ব্যবসায়ী। পরিবারের দাবি, রবিবার রাতে একটি ফোন এসেছিল উৎপলের কাছে। তারপর বাড়ি থেকে বেড়িয়ে যান তিনি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। ফলে এলাকায় খোঁজখবর শুরু করেছিলেন পরিবারের সদস্যরা। এর কিছুক্ষণ পর এলাকার পুকুরের ধার থেকে উদ্ধার হয় যুবকের দেহ।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ব্যবসায়ীক কারণেই এই খুন। তবে ঘটনার পর মৃতের স্ত্রী ও বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। জানা যায়, মনোজ ঘোষ নামে এক যুবক বেশ কিছুদিন ধরে উত্যক্ত করত মৃত উৎপলের স্ত্রীকে। প্রতিবাদ করেছিলেন উৎপল। তা নিয়ে অশান্তিও হয়। রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে কাজের কথা সেরে ফেরার পথে উৎপলকে একা পায় মনোজ। তখনই কুপিয়ে খুন করে তাকে। এরপরই সোমবার সকালে মনোজের বাড়িতে হানা দেয় পুলিশ। সেই সময় চা খাচ্ছিল অভিযুক্ত। পুলিশ দেখেই পালানোর ছক কষে মনোজ। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত।

[আরও পড়ুন: সুপারি কিলারদের আশ্রয় দিয়েছিল আগরবাতিওয়ালা আসিক! তপন কান্দু খুনের চক্রীকে দেখে তাজ্জব গ্রাম]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে