Advertisement
Advertisement
হাতি

বানারহাটে তাণ্ডব দাঁতালের, শুঁড়ে জড়িয়ে আছড়ে মারল যুবককে

জখম হয়েছেন আরও ৫ জন।

A youth died after an elephant attacked him in Banarhat on thursday

ছবি - প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 10, 2020 1:49 pm
  • Updated:July 10, 2020 1:55 pm

শান্তনু কর, জলপাইগুড়ি: কড়া লকডাউনের মাঝে আচমকাই জঙ্গল ছেড়ে শহরে ঢুকে তাণ্ডব চালাল দাঁতাল (Elephant)। আছড়ে মারল এক যুবককে। প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে জখম হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রেতির জঙ্গল থেকে বেরিয়ে বানারহাট শহরে ঢুকে পড়ে দাঁতালটি। সেখানকার বিভিন্ন রাস্তায় দীর্ঘক্ষণ ঘোরে গজরাজ। এরপর আচমকাই রীতিমতো তাণ্ডব চালাতে শুরু করে সে। শুঁড়ে জড়িয়ে আছাড় মারে শ্যাম মুণ্ডা নামে এক যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বিষয়টি নজরে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা। যান অনারারি ওয়াইল্ড লাইফের ওয়ার্ডেন সীমা চৌধুরীও। মশাল জ্বালিয়ে হাতিটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করে তাঁরা। সেই সময় হাতিটি ঢুকে পড়ে লক্ষ্মীপাড়া চা বাগানে। দীর্ঘক্ষণ পর সেটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন বনকর্মীরা।

Advertisement

[আরও পড়ুন: বাড়ি তৈরির পর আবাস যোজনার টাকা ফেরত চাইল প্রশাসন! মাথায় হাত উপভোক্তাদের]

elephant

Advertisement

এদিনের ঘটনা প্রসঙ্গে অনারারি ওয়াইল্ড লাইফের ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, “রাতে আচমকা হাতিটি জনবসতি এলাকায় চলে আসে। খবর পেয়েই আমরা ছুটে গিয়েছিলাম। তবে তার আগেই একজনকে আছড়ে মারে দাঁতালটি। জখম হয়েছেন ৫ জন। তাঁরা হাসপাতালে রয়েছেন।” প্রসঙ্গত, এই ঘটনা নতুন নয়, জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় প্রায়ই তাণ্ডব চালায় দাঁতাল বাহিনী। যে কারণে সবসময় আতঙ্কে থাকেন স্থানীয়রা।

[আরও পড়ুন: জেলা প্রশাসনের সঙ্গে মতবিরোধ, সরানো হল উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ