দেবব্রত মণ্ডল, বারুইপুর: অপহরণ, মুক্তিপণ দাবি, না মেলায় যুবককে খুন! প্রমাণ লোপাটে দেহ পুঁতে ফেলা হয়েছিল মাটির নিচে। তাতেও শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার জামতলার বাসিন্দা বছর ৩৩-এর বিজয়কৃষ্ণ কয়াল। তাঁর বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত মাসের ১৭ তারিখ বাড়ি থেকে বের হন বিজয়কৃষ্ণ। তারপর আর বাড়ি ফেরেননি। এদিকে ১৭ মে রাতেই ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বিজয়কৃষ্ণের বাড়িতে একটি ফোন আসে। সঙ্গে সঙ্গে কুলতলি থানার দ্বারস্থ হন যুবকের বাবা। এরপর তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে গতকাল জালাবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তন্ময় মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
[আরও পড়ুন: দু’দশক পর পাহাড়ে পঞ্চায়েত ভোট, দার্জিলিং-কালিম্পংয়েও দ্বিস্তরীয় নির্বাচনে প্রস্তুত গুরুংরা]
তাকে চেপে ধরতেই একে একে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য।পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। এরপরই পালেরচক এলাকার একটি আমবাগানে মাটি খুঁড়ে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে খুন, তা নিয়ে ধন্দে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মুক্তিপণ না মেলায় খুন।