BREAKING NEWS

২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

৭ দিনের ব্যবধানে দ্বিতীয় খুন পানিহাটিতে, রাস্তা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

Published by: Tiyasha Sarkar |    Posted: March 19, 2022 6:14 pm|    Updated: March 19, 2022 9:27 pm

A youth stabbed to death in Panihati, West Bengal | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

অর্ণব দাস, বারাকপুর: কাউন্সিলর হত্যাকাণ্ডের ৭ দিনের মধ্যে ফের খুন পানিহাটিতে (Panihati)। শনিবার বিকেলে পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তগর্ত আগরপাড়া নয়াবস্তি এলাকা থেকে উদ্ধার হল এক যুবকের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেহ। মৃতের নাম শেখ আরমান। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার কয়েকঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। তাদের নাম শেখ বসির ও মহম্মদ আসিফ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে এক যুবক আরমানের বাড়িতে যায়। তার সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিলেন মৃত আরমান। এরপরই পানিহাটি ৭ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নয়াবস্তি এলাকা থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তদের শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। পুলিশেক সামনেও চলে বিক্ষোভ। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভের মাঝেই আরমানের দেহটি উদ্ধার করে পুলিশ। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। 

[আরও পড়ুন: বন্ধুর সঙ্গে বেরিয়ে যুবকের রহস্যমৃত্যু, পোলবা থেকে উদ্ধার দেহ, দুর্ঘটনা নাকি খুন?]

স্থানীয় বাসিন্দা ও আরমানের পরিবারের দাবি, পরিচিত কয়েকজনই খুন করেছে আরমানকে। কারণ, শেখ বসির ও মহম্মদ আসিফ নামে ধৃত যুবকদের বাবাকে খুনের অভিযোগে জেলে যেতে হয়েছিল আরমানকে। দিন পনেরো আগে ছাড়া পান তিনি। তারপরই এই ঘটনা। স্থানীয়দের একাংশের দাবি, সেই ঘটনার প্রতিশোধ নিতেই আরমানকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে ছানা। জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই আরমান খুনের হুমকি পাচ্ছিল বলে খবর। 

উল্লেখ্য, সাতদিন আগেই ভরসন্দেহ খুন হন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত। সেই ঘটনা নিয়ে তোলপাড় বাংলা। এই পরিস্থিতিতে পাশের ওয়ার্ডে খুনের ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি করেছে আমজনতার মনে। প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা নিয়ে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

[আরও পড়ুন: ‘জেদের জন্য ঐতিহ্যে ছেদ দুর্ভাগ্যের’, বসন্ত উৎসব বন্ধ নিয়ে বিশ্বভারতীর উপাচার্যকে তোপ শোভনদেবের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে