Advertisement
Advertisement
Murshidabad

‘পরিবারকে বাঁচান’, ফোনে আর্তি শুনেই ‘মাতৃহারা’ অসহায় পুরোহিতের পাশে অভিষেক

পুরোহিতের মায়ের শ্রাদ্ধের দুদিন আগেই বাড়িতে উপস্থিত হন তৃণমূলের প্রতিনিধিরা।

Abhishek Banerjee helps Murshidabad man
Published by: Paramita Paul
  • Posted:November 13, 2024 6:19 pm
  • Updated:November 13, 2024 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইলে শুধু একটি ফোন। আর্তি, ‘আমাদের পরিবারকে বাঁচান।’ আর তাতেই বাড়িতে পৌঁছল প্রতিশ্রুতি মতো সাহায্য। ক্যানসার আক্রান্ত রোগীর পর এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাহায্য পেল এক অসহায় পুরোহিত পরিবার।

মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা ব্লকের প্রত্যন্ত সাহোড়া অঞ্চলের পেটারি গ্ৰামের অসহায় পুরোহিত অলোক আচার্য। দীর্ঘদিন ধরে তাঁর মা রোগে ভুগছিলেন। ৮ দিন আগে মৃত্যু হয় তাঁর। পুজো করে কোনও মতে সংসার চলে। ফলে মায়ের শ্রাদ্ধশান্তি কীভাবে করবেন বুঝতে পারছিলেন না অলোকবাবু। এমন পরিস্থিতিতে ‘এক ডাকে অভিষেকে’র নম্বরে ফোন করেন তিনি। খালি হাতে ফিরতে হয়নি তাঁকে। ফোনের পরই বাড়িতে হাজির সাহায্য।

Advertisement

পুরোহিতের মায়ের শ্রাদ্ধের দুদিন আগেই বাড়িতে উপস্থিত হন তৃণমূলের প্রতিনিধিরা। বুধবার বড়ঞার ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম অভিষেকের পক্ষ থেকে পাঠানো নগদ ১০ হাজার টাকার খাম মাতৃহারা পুরোহিতের হাতে তুলে দেন। সাহায্য় পেয়ে অলোকবাবু। বলেন, “এলাকার তৃণমূল নেতা মাহে আলমকে দেখি অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাই মাহে আলমকেও আমার সমস্যার কথা জানানোর পর তিনি ব্যবস্থাপনা করে দিয়েছে। এমন সময় এই সাহায্য পেয়ে অনেকটাই সুবিধা হবে মায়ের শেষকৃত্যে।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর কাতর আবেদন, “আমার ছিটে বেড়া, খড়ের চালের ছাউনির ঘর পাকা করে দিলে মাথা গোঁজার বাসস্থান নিয়ে কোন চিন্তা ভাবনা থাকত না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement