Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

‘স্ত্রী, সন্তানদের গ্রেপ্তারিতেও মাথা নত করব না’, রুজিরাকে তলব নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ অভিষেকের

'শিক্ষক নিয়োগ দুর্নীতির সব থেকে বড় সুবিধাভোগী শুভেন্দু', দাবি অভিষেকের।

Abhishek Banerjee slams ED, CBI and BJP | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 5, 2023 9:37 pm
  • Updated:June 5, 2023 11:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) বিমানবন্দরে বাধা ও ইডি তলবে ফুঁসে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, ধমকে মাথা নত করানো যাবে না তাঁর। বললেন, “আমার স্ত্রী কেন, বাচ্চাদের গ্রেপ্তার করলেও আমি মাথা নত করব না।” চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অমিত শাহকে (Amit Shah)। আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে। দাবি করলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতির সব থেকে বড় সুবিধাভোগী শুভেন্দু।

সোমবার সকালে দুবাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিবাসন দপ্তর তাঁকে বাধা দেয়। ফিরে যেতে হয় বাড়িতে। এরপরই ৮ জুন রুজিরাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিনের কর্মসূচীর শেষ পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “ইডিকে জানানো হয়েছিল। চিঠি দিয়ে বলা হয়েছিল, ৫ তারিখ দুবাই যাবে,  ১৩ তারিখ ফিরবে। ইডির আপত্তি থাকলে তখনই জানাতে পারতেন। আমার সঙ্গে না পেরে স্ত্রী, সন্তানদের টার্গেট করা হচ্ছে। কিন্তু এভাবে আমাকে দমানো যাবে না। স্ত্রী, সন্তানদের গ্রেপ্তার করা হলে মাথা নত করব না।” এদিন সোনা-সহ বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকের অভিযোগ প্রসঙ্গেও মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “২ গ্রাম সোনাও পেয়ে থাকলে প্রমাণ দেখান।”

Advertisement

[আরও পড়ুন: ‘দিদি’ সারার ছবি হলে দেখতে গিয়ে খেলেন ধাক্কা, মেজাজ হারিয়ে ‘শাপ-শাপান্ত’ ইব্রাহিমের!]

অভিষেকের অভিযোগ, নবজোয়ার কর্মসূচি থামাতেই এই সমন। তিনি বলেন, “কই এতদিন তো ইডি, সিবিআইয়ের মনে পড়েনি। এখন সব মামলায় তলব।” শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন অভিষেক। তাঁকে দুর্নীতিবাজ কটাক্ষের পাশাপাশি বললেন, “উনি নিয়োগ দুর্নীতি মামলার সব থেকে বড় সুবিধাভোগী শুভেন্দু।”

Advertisement

[আরও পড়ুন: ‘হাজার হাজার’ স্পাইডারম্যানের কীর্তিতে কতটা জমল ‘স্পাইডারভার্সে’র মজা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ