BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

গাড়ির ধাক্কায় জখম শিশু, ক্ষোভে রাস্তায় জ্বালানো হল টায়ার, তুমুল উত্তেজনা শিলিগুড়িতে

Published by: Tiyasha Sarkar |    Posted: March 26, 2023 7:57 pm|    Updated: March 26, 2023 7:57 pm

Accident in Siliguri, one baby boy injured | Sangbad Pratidin

শান্তনু কর, জলপাইগুড়ি: গাড়ির ধাক্কায় জখম শিশু। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শিলিগুড়ির গেট বাজার এলাকা। রাস্তায় একের পর এক জ্বলল টায়ার। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও রাস্তা আটকে বিক্ষোভে শামিল উত্তেজিত জনতা।

শিলিগুড়ির গেট বাজার অত্যন্ত জনবহুল। তবে রাস্তাটি তুলনামূলক ছোট। স্থানীয়দের কথায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি বড় করার দাবি জানিয়েছেন তাঁরা। কারণ, রাস্তা সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনা ঘটে প্রায়শই। রবিবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এদিন মায়ের সঙ্গে রাস্তা পেরনোর সময় গাড়ি ধাক্কা দেয় এক খুদেকে। অভিযোগ, গাড়িটি কার্যত পিষে দেয় শিশুটিকে। তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।

[আরও পড়ুন: ‘কোটায় চাকরি হত না? তবে এরা কারা’, সোশ্যাল মিডিয়ায় পাঁচজনের নাম করে সুজনকে প্রশ্ন উদয়নের]

এই দুর্ঘটনাকে কেন্দ্র করেই এদিন উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ির গেট বাজার এলাকা। রাস্তা আটকে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। রাস্তায় জ্বালানো হয় টায়ার। অবরুদ্ধ হয়ে পড়ে শহরের গুরুত্বপূর্ণ ওই এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাতেও লাভ হয়নি। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। উত্তেজিত জনতার দাবি, গ্রেপ্তার করতে হবে ঘাতক গাড়ির চালককে। সেই সঙ্গে অবিলম্বে রাস্তা চওড়া করার দাবিও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: বিয়ের আগেই পাত্রীকে খুন হবু বরের! অভিযুক্তের ফাঁসির দাবিতে অবরোধ জলপাইগুড়িতে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে