BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, বাইকে ডাম্পারের ধাক্কায় মৃত একই পরিবারের ৩ জন

Published by: Tiyasha Sarkar |    Posted: November 9, 2022 1:40 pm|    Updated: November 9, 2022 1:40 pm

Accident in Uluberia, 3 person died | Sangbad Pratidin

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: উলুবেড়িয়ায় (Uluberia) মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ২ শিশু-সহ মোট তিনজনের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা। ব্যাপক যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল।

জানা গিয়েছে, বুধবার সকালে মৃত দুই শিশু মা-বাবার সঙ্গে বাইকে বেরিয়েছিল। সাড়ে এগারোটা নাগাদ উলুবেড়িয়ার মুম্বই রোডের নিমদিঘি মোড় পার হওয়ার সময় ঘটে দুর্ঘটনা। কলকাতাগামী একটি ডাম্পার ধাক্কা দেয় বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই শিশু ও তাঁর মায়ের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

[আরও পড়ুন:মনুয়া কাণ্ডের ছায়া নদিয়ায়! প্রেমিকের সাহায্যে স্বামীকে ‘খুন’ বধূর, সেপটিক ট্যাঙ্কে মিলল দেহ]

তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। আহত ব্যক্তিকে পাঠানো হয় উলুবেড়িয়ার ইএসআই হাসপাতালে। দুর্ঘটনার জেরে এদিন ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। প্রবল উত্তজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। একই পরিবারের তিনজনের এই মর্মান্তিক পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

[আরও পড়ুন: ২ মাও নেতা-নেত্রীকে আদালতে আত্মসমপর্ণের নির্দেশ, অন্যথায় সম্পত্তি বাজেয়াপ্তের হুঁশিয়ারি পুলিশের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে