Advertisement
Advertisement

Breaking News

স্বল্পসঞ্চয়ে আধার আর বাধ্যতামূলক নয়, নির্দেশিকা ডাক বিভাগের

নির্দেশিকা এসে পৌঁছাল রাজ্যেও।

Adhar not necessary in small savings
Published by: Subhajit Mandal
  • Posted:October 30, 2018 8:43 am
  • Updated:October 30, 2018 9:32 am

তরুণকান্তি দাস: ডাকঘরে স্বল্প সঞ্চয় সার্টিফিকেট বা নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আর আধার নম্বর লাগবে না। গ্রাহকের যে কোনও সরকারি পরিচয়পত্র থাকলেই চলবে। সরকারিভাবে দিল্লির ডাক বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এ বিষয়ে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন রাজ্যগুলিকে। গত ২৬ অক্টোবরের ওই নির্দেশিকায় বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। এর ফলে ডাকঘরের বিভিন্ন কাজে আধার কার্ড বাধ্যতামূলক বলে যে সব কাজ আটকে যাচ্ছিল, সেই সমস্যা কাটল। এতে স্বল্প সঞ্চয়ের কাজেও জটিলতা কাটবে বলে অভিমত সংশ্লিষ্টদের।

[ভোট এলেই রাম মন্দির নিয়ে নাটক করে বিজেপি! কটাক্ষ কংগ্রেসের]

ব্যাঙ্ক ও ডাকঘরে নতুন আমানতের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূ্‌লক করেছিল কেন্দ্র। তবে ব্যাঙ্কিং সংগঠনগুলির দাবি, এই ধরনের কোনও লিখিত নির্দেশ কখনও ছিল না। শুধুমাত্র চাপে পড়ে তা লাগু করার জন্য উঠেপড়ে লেগেছিল ব্যাংকগুলি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ব্যাংকগুলি এ নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। কিন্তু ডাকঘরগুলিতে যথেষ্ট কড়াকড়ি চলছিলই। আধার কার্ড ছাড়া নতুন অ্যাকাউন্ট তো দূরের কথা, কিষান বিকাশপত্র (কেভিপি) বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (এনএসসি) টাকা জমা রাখা যাচ্ছিল না। যাঁদের আধার নম্বর নেই তাঁরা সমস্যায় পড়েছিলেন। অথচ এখন কেওয়াইসি জমা নিয়ে প্রতিটি গ্রাহকের একটি অভিন্ন পরিচয় নম্বর তৈরি করা হয়েছে। ডাক বিভাগের ভাষায় যাকে বলা হয়, কাস্টমার আইডেন্টিফিকেশন ফোলিও (সিআইএফ)। নতুনভাবে কোনও স্বল্প সঞ্চয় ক্ষেত্রে টাকা জমা রাখতে গেলে ফর্মে সেই নম্বর উল্লেখ করলেই চলত।

Advertisement

[তৎকাল টিকিট দুর্নীতি চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৫২ জন এজেন্ট]

সারা দেশে যে কোনও জায়গায়, যে কোনও ডাকঘরে ওই নম্বর উল্লেখ করেই স্বল্প সঞ্চয়ের যে কোনও সার্টিফিকেট কেনা যেত। সার্টিফিকেট ভাঙিয়ে টাকা তোলা যেত। ২০ হাজার টাকার কম হলে তা নগদেই পাওয়া যায়। তার চেয়ে বেশি হলে ডাকঘরে নিজের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার বা চেকে তা পাওয়া যেত। সেই চেক জমা দেওয়া যায় ব্যাংকে নিজের কোনও অ্যাকাউন্টে। কিন্তু পরে আধার নম্বর উল্লেখ আবশ্যিক হওয়ায় কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। বহু ডাকঘরে এ নিয়ে গ্রাহকদের সঙ্গে ঝামেলা ছিল নিত্যদিনের ঘটনা। ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক নির্মল দাসের দাবি, এবার এই জটিলতা কাটল। কেননা, ডাক বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এসবি-১) তাঁর নির্দেশিকায় বলেছেন, এখন থেকে কোনও ডাকঘরে নতুন অ্যাকাউন্ট খুলতে বা স্বল্প সঞ্চয়ে টাকা রাখতে আধার লাগবে না।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ