Advertisement
Advertisement

২২ ঘণ্টা পর উঠল আদিবাসীদের রেল অবরোধ, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

যাত্রীদের দুর্ভোগ চরমে৷

Adibasi organization withdraw rail blackade after 22 hours
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 25, 2018 9:00 am
  • Updated:September 25, 2018 9:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলমহলে টানা ২২ ঘন্টা চলল আদিবাসী সংগঠনের রেল অবরোধ৷ সোমবার গভীর রাতে অবরোধ উঠেছে৷ তবে এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি রেলের দক্ষিণ-পূর্ব শাখা৷ বাতিল ধৌলি এক্সপ্রেস, জনশতাব্দী, রূপসী বাংলা-সহ একাধিক দূরপাল্লার ট্রেন৷ ঘুরপথে চলছে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রস-সহ বেশ কয়েকটি ট্রেন৷ এমনকী, দেরিতে চলছে লোকাল ট্রেনগুলিও৷ ফলে অবরোধ উঠলেও মঙ্গলবারও যাত্রীদের দুর্ভোগ চলবে৷

[‘দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই’, যুব মোর্চার নামে পোস্টারে হলদিয়ায় চাঞ্চল্য]

Advertisement

৯ দাবিতে জঙ্গলমহলের তিন জেলায় ১২ ঘণ্টার রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছিল আদিবাসীদের সংগঠন৷ কিন্তু, সেই অবরোধ চলল ২২ ঘণ্টা! সোমবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া বিভিন্ন স্টেশনে অবরোধ করেন আন্দোলনকারীরা৷ অবরোধ চলে সড়কপথেও৷ ফলে দিনভর নাকাল হতে হয় যাত্রীদের৷ সন্ধের দিকে বাঁকুড়া ও পুরুলিয়ায় অবরোধ উঠলেও, পশ্চিম মেদিনীপুরে অনড় ছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা৷ শেষপর্যন্ত সোমবার গভীর রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তাঁরা৷ কিন্তু, ততক্ষণে রেল পরিষেবার দফারফা হয়ে গিয়েছে! মঙ্গলবারও দিনভর দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের৷

Advertisement

রেল সূত্রে খবর, আদিবাসীদের অবরোধের কারণে বাতিল করা হয়েছে হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন৷ বহু ট্রেনই আবার ঘুরপথে চলছে৷ সেই তালিকায় রয়েছে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেসও৷ শুধু তাই নয়, পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ট্রেনের নয়া সময়সূচি এখনও পর্যন্ত ঘোষণা করতে পারেনি রেল কর্তৃপক্ষ৷ পরিস্থিতি এতটাই খা্রাপ যে, মঙ্গলবার সকাল থেকে লোকাল ট্রেনও সময়মতো চলছে না৷ ফলে অবরোধ উঠলেও যাত্রীদের ভোগান্তি কমেনি৷

[ লাভের হিসেব বোঝেন না, নেশার টানে মূর্তি গড়েন শিলিগুড়ির নয়নজ্যোতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ