Advertisement
Advertisement

Breaking News

ছন্দে ফেরা পাহাড় শুনল কু ঝিক ঝিক, রাজকীয় প্রত্যাবর্তন টয় ট্রেনের

বহুদিন পর সমতল থেকে যাত্রা শুরু টয় ট্রেনের।

After 6 long months, Darjeeling's pride Toy Train back on track
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2017 7:09 am
  • Updated:September 19, 2019 2:28 pm

ব্রতীন দাস, শিলিগুড়ি: সেই কু ঝিক-ঝিক। শব্দটা প্রায় ৬ মাস কানে যায়নি পাহাড়বাসীর। গোর্খা খেপানো আন্দোলন, বনধ-মিছিল, ঝামেলা-গণ্ডগোলের মাঝে তার অস্তিত্বই যেন সংকটে পড়ে গিয়েছিল। কিন্তু শীত পড়তেই ফের চাঙ্গা সে। শিকল ভেঙে ফের ছুটতে শুরু করেছে। এ দৃশ্য দেখার জন্যই হা-পিত্যেশ করে বসেছিল পাহাড়বাসী। শুক্রবার একটানা প্রায় ৬ মাস বন্ধ থাকার পর ফের যাত্রা শুরু করলো দার্জিলিংয়ের গর্ব টয় ট্রেন। এর আগে লাইন ধসে যাওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিল টয় ট্রেন। পরবর্তীতে তা চালু হলেও মোর্চার টানা আন্দোলন ও পাহাড়ে বনধের জেরে ফের তা বন্ধ হয়ে যায়। অবশেষে এদিন থেকে টয় ট্রেন চালু হল। টয় ট্রেন স্বমহিমায় আসতেই পর্যটকদের মধ্যে খুশির আবহ। কিন্তু প্রচারের অভাবে হাতে গোনা কয়েকজন যাত্রী নিয়েই ফের পথচলা শুরু করল পাহাড়ের সেই চেনা খেলনা ট্রেন। স্থানীয়ভাবে জয় রাইড ছাড়াও শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবে টয় ট্রেন। দার্জিলিং থেকে শিলিগুড়ি আসবে। প্রথম দিনে ৭ জন পর্যটক বুকিং করলেও ৪ জন মাত্র যাত্রী নিয়ে যাত্রা করে টয় ট্রেন।

[সমুদ্রপাড়ে তাঁবুতে রাত্রিবাস, এমন দিঘা কখনও দেখেছেন?]

WhatsApp Image 2017-12-15 at 11.39.28 AM
একদিকে পাহাড়ের ধসের ফলে দীর্ঘ দিন বন্ধ থাকে টয় ট্রেন পরিষেবা। অবশেষে তা চালু হলেও গত জুন মাস থেকে মোর্চার আন্দোলনের জেরে ফের থমকে যায় এই যাত্রা। পাহাড়ে বনধ আন্দোলনকারীরা পুড়িয়ে দেয় স্টেশন-সহ বেশ কিছু জায়গা। কিন্তু মাস খানেক আগে থেকে পাহাড়ে ফিরছে শান্তির পরিবেশ। স্বাভাবিক হয়েছে জনজীবন। আগামী ২৭ ডিসেম্বর পাহাড়ে উইন্টার ফেস্টিভ্যালে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে যাতে টয় ট্রেন চালু করা যায় সেই অনুরোধ রাজ্যের তরফে রেলের কাছে পাঠানো হয়েছিল। সেই মতো পর্যটন মরশুমে এদিন থেকে ফের চালু হল এই টয় ট্রেন পরিষেবা। পাশাপাশি টয় ট্রেন বেশিদিন বন্ধ থাকলে হেরিটেজ তকমা উঠে যাওয়ার আশঙ্কাও ছিল। ফলে তাড়াতাড়ি টয় ট্রেন চালাতে দ্রুত রেলট্র্যাক পরীক্ষা হয়। পাহাড় স্বাভাবিক হলেও এখনও আশংকার দোলাচলে যেসব পর্যটক মুখ ফিরিয়ে আছেন, এবার তাঁরাও পাহাড়ে আসবেন বলে আশাবাদী পর্যটন মহল।

Advertisement

দেখুন টয় ট্রেনের রাজকীয় প্রত্যাবর্তন-

Advertisement

[নবরূপে সাজবে নীল নির্জন, বর্ষশেষের গন্তব্য হোক বীরভূমের বক্রেশ্বর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ