Advertisement
Advertisement

Breaking News

‘সাইকো’ উদয়নকে ৮ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত

এদিন উদয়নকে আদালতে নিয়ে আসার পর উৎসুক জনতার ভিড় জমে যায় আদালত চত্বরে৷

Akansha murder accused Udayan Das sent to police custody
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 7, 2017 11:34 am
  • Updated:February 7, 2017 11:37 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকা আকাঙ্ক্ষা ও মা-বাবার খুনে অভিযুক্ত উদয়ন দাসকে আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত৷ তার বিরুদ্ধে ৩০২ ধারায় ঠান্ডা মাথায় খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে৷ বিচারক এদিন বলেন, এটি অত্যন্ত ব্যতিক্রমী মামলা৷ সেই কারণে তাকে আরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷ ১৫ ফেব্রুয়ারি ফের আদালতে উদয়নকে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে৷

(নির্বাসন কাটিয়ে ভারতীয় দলে ফিরতে পারেন শ্রীসন্থ)

আদালতে তোলার আগে বাঁকুড়ার কোর্ট লকআপেও ‘ডোন্ট কেয়ার’ মেজাজে ছিল উদয়ন৷ তার হাবভাব বা শরীরী ভাষায় কোনও ছাপ পড়েনি৷ এমন ভাব ছিল, যেন কিছুই হয়নি৷ আদালতের কর্মী থেকে সাধারণ মানুষ, সবারই বক্তব্য, একবারও উদয়নকে দেখে মনে হয়নি, তিন তিনটি খুনে অভিযুক্ত এই যুবক৷ একইরকম মেজাজে ছিল বাঁকুড়া সদর থানার পুলিশ লকআপেও৷ এমনকী পুলিশকেই উল্টে জিজ্ঞেস করেছে, ‘কিয়া হুয়া’৷ এর পাশাপাশি মাঝেমধ্যেই নানারকম খাওয়াদাওয়ার বায়নাও করেছে উদয়ন৷ বাঁকুড়া থানায় আনার পর ডাল-সবজি দিয়ে ভাত খেতে চায় সে৷ পুলিশের একটি সূত্রের দাবি, উদয়নের দাবিমতো খাবার না দেওয়া হলেও, তাকে সুস্থ রাখার জন্য প্রয়োজনমতো খাওয়ানো হয়েছে৷

Advertisement

(মাত্র ৫০ টাকার জন্য মহিলাকে কোপাল যুবক)

এদিন উদয়নকে আদালতে নিয়ে আসার পর উৎসুক জনতার ভিড় জমে যায় আদালত চত্বরে৷ তার কড়া শাস্তির দাবি জানিয়ে আদালতের সামনে বিক্ষোভ দেখায় মহিলা সমিতি৷

Advertisement

(লক আপে মাছ-ভাত খাওয়ার বায়নাক্কা ‘সাইকো’ উদয়নের)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ